Mamata Meet Subramanian Swamy: ‘ক্যারিশ্মাটিক মমতা’র সঙ্গে সাক্ষাৎ, তিনি সত্যিই সাহসী, লিখলেন বিজেপির সুব্রহ্মণ্যম স্বামী

Mamata Banerjee: প্রসঙ্গত, গত বছর নভেম্বরে দিল্লিতে সুব্রহ্মণ্যম স্বামীর সঙ্গে সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Meet Subramanian Swamy: ক্যারিশ্মাটিক মমতার সঙ্গে সাক্ষাৎ, তিনি সত্যিই সাহসী, লিখলেন বিজেপির সুব্রহ্মণ্যম স্বামী
সুব্রহ্মণ্যম স্বামীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি টুইটার

| Edited By: সায়নী জোয়ারদার

Aug 18, 2022 | 11:02 PM

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এদিন বেলা ৩টে নাগাদ নবান্নে যান এই বিজেপি নেতা। প্রায় এক ঘণ্টা সেখানে ছিলেন তিনি। বিজেপিতে ‘বিক্ষুব্ধ’ হিসাবেই পরিচিত সুব্রহ্মণ্যম স্বামী। । অন্যদিকে তৃণমূল কংগ্রেস জাতীয় স্তরে নিজেদের শক্তি বাড়াতে মরিয়া। এই পরিস্থিতিতে বিজেপির প্রথম সারির এই নেতার সাক্ষাৎ ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।

এদিনের বৈঠক নিয়ে কোনও পক্ষই মুখ খোলেনি। নিছক সৌজন্য সাক্ষাৎ হিসাবেই তুলে ধরা হয়েছে এদিনের পর্ব। এই সাক্ষাৎ নিয়ে বৃহস্পতিবার রাতে টুইট করেন সুব্রহ্মণ্যম স্বামী। লেখেন, ‘আজ আমি কলকাতায় গিয়েছিলাম। ক্যারিশ্মাটিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করি। তিনি সত্যিই একজন সাহসিনী। সিপিএমের বিরুদ্ধে ওনার যে লড়াই তাঁকে আমি শ্রদ্ধা করি।’

প্রসঙ্গত, গত বছর নভেম্বরে দিল্লিতে সুব্রহ্মণ্যম স্বামীর সঙ্গে সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় সুব্রহ্মণ্যম স্বামী বলেছিলেন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। সে সময় বর্ষীয়ান বিজেপি নেতাকে সেখানকার সংবাদমাধ্যম প্রশ্ন করেছিল, তিনি কি তৃণমূলে যোগ দিচ্ছেন? সে প্রশ্নে সুব্রহ্মণ্যম স্বামীর জবাব ছিল খুবই ইঙ্গিতপূর্ণ। বলেছিলেন, তিনি তৃণমূল সুপ্রিমোর সঙ্গেই আছেন। আলাদা করে যোগদানের কোনও প্রয়োজন নেই।

এবার ফের মমতার সঙ্গে সুব্রহ্মণ্যম স্বামীর সাক্ষাৎ নতুন করে আলোচনায়। এর আগে প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহাকে তৃণমূলে দেখা গিয়েছে। শত্রুঘ্ন সিনহা এখন তৃণমূলের টিকিটে জেতা আসানসোলের সাংসদ। মমতার লড়াকু মনোভাবে ভারতীয় রাজনীতির অনেকেই ‘মুগ্ধ’। সে কথা মুখেও অনেকেই বলেছেন বিভিন্ন সময়। তবে কি আবারও নতুন কোনও পাতা যুক্ত হবে ঘাসফুলের রাজনীতিতে, ঘুরপাক খাচ্ছে সে প্রশ্ন।