BJP Rally: রামপুরহাট কান্ডের প্রতিবাদে সোমবারই পথে নামছে বিজেপি, কলকাতায় মিছিলের ডাক

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Mar 26, 2022 | 6:16 PM

BJP: নিঃসন্দেহে আগামী সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিন 'হাইভোল্টেজ' হতে চলেছে মহানগরের জন্য।

BJP Rally: রামপুরহাট কান্ডের প্রতিবাদে সোমবারই পথে নামছে বিজেপি, কলকাতায় মিছিলের ডাক
সুকান্ত মজুমদার

Follow Us

কলকাতা: বামেদের ধর্মঘটের দিন কলকাতায় বিজেপির (BJP Rally) মহামিছিল। সোমবার ওয়েলিংটন থেকে রানি রাসমণি এভিনিউ পর্যন্ত মিছিল করবে বিজেপি। রামপুরহাটের (Rampurhat) ঘটনার প্রতিবাদে এই কর্মসূচির ডাক দিয়েছে তারা। একদিকে সেদিন বামেদের ধর্মঘট, অন্যদিকে পথে নামার ডাক রাজ্যের বিরোধী শিবিরের। নিঃসন্দেহে আগামী সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিন ‘হাইভোল্টেজ’ হতে চলেছে মহানগরের জন্য। এখনও পর্যন্ত যা খবর, সমস্ত বিজেপি বিধায়ককে থাকতে বলা হয়েছে এই মিছিলে। সেইসঙ্গে বিজেপির যারা রাজ্য স্তরের নেতা রয়েছেন, তাঁরাও পা মেলাবেন এই পদযাত্রায়। বিজেপি সূত্রে খবর, মূলত সাতটি বিধানসভা কেন্দ্র থেকে লোকজন আসবে এই মিছিলে। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতায় বিজেপির যে সংগঠন রয়েছে তারা তো পথে নামবেই, সঙ্গে আশেপাশের কিছু বিধানসভা এলাকা থেকেও লোক আনা হবে। সূত্রের খবর, বড় জমায়েতের চেষ্টা করছে বিজেপি।

রামপুরহাটের বগটুইয়ে ‘গণহত্যা’কে সামনে রেখে প্রতিবাদে সরব হতে চলেছে পদ্মশিবির। এই ঘটনাকে সামনে রেখে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কেন্দ্রের রাশের দাবিতে এই মিছিল বলে জানা গিয়েছে। এদিনই আবার বামেদের শ্রমিক সংগঠনগুলিও বনধ ডেকেছে। সে ধর্মঘটকে বানচাল করাও এই মিছিলের লক্ষ্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও বিজেপির দাবি, ‘বামেদের ডাকা ধর্মঘটের থেকে রামপুরহাট কান্ডের গুরুত্ব অনেক বেশি। যদি ওরা ধর্মঘট সফল করতে পারে, তাহলে তো এমনিতেই বিজেপির মিছিলে লোক হবে না। তাহলে এত ভাবনা কেন?’

শনিবারই বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রামপুরহাট এসডিপিও কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করে বিজেপি। সেখান থেকেই শুভেন্দু বলেন, ২১ মার্চের ঘটনা গোটা দেশজুড়ে আলোচিত হচ্ছে। তাঁর কথায়, “যেভাবে মহিলা, শিশুদের পুড়িয়ে মারা হয়েছে, তা অত্যন্ত লজ্জার। এ রাজ্যে প্রচুর বোমা, বারুদ, বন্দুক ছড়িয়ে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল রাজ্যকে সন্ত্রাসের আঁতুরঘরে পরিণত করেছে। রাজ্যের আইন-শৃঙ্খলা একেবারে তলানিতে চলে গিয়েছে।” শনিবার থেকে রামপুরহাটে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ দেখানোর কথাও ঘোষণা করেছে বিজেপি।

আরও পড়ুন: Bagtui Exclusive: ‘ওরা কুড়ুল দিয়ে কুপিয়ে পেট্রোল ঢালল গায়ে, তারপর আগুন ধরিয়ে দিল’, বগটুইয়ে বীভৎস রাতের বর্ণনা দিল সেই কিশোর…

আরও পড়ুন: Bagtui Massacre: পোড়া রক্ত, পোড়া মাংসের মাঝেই বগটুইয়ে প্রমাণ খুঁজছে সিবিআই, নজরে আট প্রশ্ন…

আরও পড়ুন: Ghatal Case: ছাদনাতলা থেকে মেয়েকে টেনে তুলে নিয়ে দৌড় মা-বাবার, ফেঁসে গেলে দাদু, মেসো

Next Article