
কলকাতা: শুক্রবার বেরিয়েছে মাধ্যমিকের (Madhyamik 2023) ফল। এ বছর পাশের হার ৮৬.১৫ শতাংশ। যা আগেরবারের থেকে কম। ১৬ টি জেলা থেকে প্রথম দশে স্থান পেয়েছেন ১১৮ জন পড়ুয়া। মাধ্যমিকের পর এবার হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে। আগেই জানানো হয়েছিল ২০ মে শনিবার প্রকাশিত হবে ফল। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে ফল প্রকাশের তারিখ ঘোষণা করে দেয় পশ্চিমবঙ্গ মাদ্রাসা (Madrasah) শিক্ষা পর্ষদ। শনিবার সল্টলেকের মৌলানা আবুল কালাম আজাদ ভবন থেকে সকাল সাড়ে ১০টায় হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশ করবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। চলতি বছর পরীক্ষা শুরু হয় ২৩ ফেব্রুয়ারি। শেষ হয় ১৩ মার্চ। এদিনই পর্ষদের তরফ থেকে নির্দিষ্ট বিতরণ কেন্দ্র থেকে স্কুলগুলির হাতে পড়ুয়াদের মার্কশিট তুলে দেওয়া হবে। ফলপ্রকাশে দেখা গেল পাশের হারে মাধ্যমিককে টেক্কা দিল মাদ্রাসা। এবার মাধ্যমিকে পাশের হার ৮৬.১৫ শতাংশ সেখানে হাই-মাদ্রাসায় পাশের হার ৮৮.০৯ শতাংশ।
২০২২ সালে হাই মাদ্রাসার পাশের হার ছিল ৮৭. ০৯ শতাংশ এইবারে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৮.০৯ শতাংশ। অন্যদিকে ২০২২ সালে মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল ৮৬.৬ শতাংশ। ২০২৩ সালে তা হয়েছে ৮৬.১৫ শতাংশ।
ফোনে মুখমন্ত্রীর শুভেচ্ছা রাজ্যে ফাজিলে প্রথম ফুরফুরার ফাহিম আক্তারকে। ফাহিমের প্রাপ্ত নম্বর ৫৬৫।
ফাজিলে ৫৬৫ নম্বর পেয়ে প্রথম হয়েছে ফাহিম আখতার। বাড়ি হুগলিতে। ৫৫১ পেয়ে পূর্ব বর্ধমানের মোজাম্মেল মল্লিক দ্বিতীয় স্থান অধিকার করেছে। ৫৪৯ পেয়ে তৃতীয় হয়েছে উত্তর চব্বিশ পরগনার ইজাজ আহমেদ মণ্ডল।
আলিম পরীক্ষায় প্রথম হয়েছে মহম্মদ সুজাউদ্দিন লস্কর। তার বাড়ি উত্তর ২৪ পরগনায়। প্রাপ্ত নম্বর ৮৪৫। দ্বিতীয় হয়েছে উত্তর ২৪ পরগনার করিমুল ইসলাম মণ্ডল। সে পেয়েছে ৮৪৩। মুর্শিদাবাদের আব্দুল হালিমও ৮৪৩ পেয়ে দ্বিতীয় হয়েছে। মুর্শিদাবাদেরই আব্দুর রহমান ৮৩৯ পেয়ে তৃতীয় হয়েছে।
হাই মাদ্রাসায় প্রথম হয়েছেন আশিক ইকবাল তার প্রাপ্ত নম্বর ৭৮০। মুর্শিদাবাদের বাসিন্দা। দ্বিতীয় নাসির উদ্দিন মোল্লা। তার বাড়িও মুর্শিদাবাদে। প্রাপ্ত নম্বর ৭৭৫। তৃতীয় মহম্মদ মুক্তাদুর রহমান। প্রাপ্ত নম্বর ৭৭৪। বাড়ি মালদায়।
হাই মাদ্রাসা, আলিম, ফাজিল মিলিয়ে মেধাতালিকাতে আছে ৩৫ জন। এর মধ্যে ১০ ছাত্রী এবং ২৭ জন ছাত্র রয়েছে।
মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৬৩৩। ছাত্রদের পাশের হার ৯৬.১০ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৬.৩৫ শতাংশ।
আলিম ছাত্রদের পাশের হার ৯৬.০৬ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৫.৫৩ শতাংশ।
গত বছর যেখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১৯৭০ জন। তা এবারে দাঁড়ায় ৮৮০৩ জন।
ছাত্রদের পাশের হার ৯০.০২ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৭.১২ শতাংশ।
হাই-মাদ্রাসায় এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৫২০৬ জন। মোট পাশ করেছেন ৩১০১৪ জন। পাশের হার ৮৮.০৯ শতাংশ।
মাদ্রাসা শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটেও দেখা যাবে ফল। এর জন্য যেতে হবে wbbme.org ওয়েবসাইটে।
সাড়ে দশটায় পর্ষদের তরফে ফল প্রকাশিত হলেও সকাল সাড়ে ১১টা থেকে দেখা যাবে সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলিতে।
পর্ষদের তরফে জানানো হয়েছে, www.wbbme.org, wbresults.nic.in, www.exametc.com-এই ওয়েবসাইটগুলিতে হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল জানা যাবে।