এবার অনেকটাই কমে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার সিলেবাস! মধ্যশিক্ষা পর্ষদের বড় ঘোষণা

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Aug 24, 2021 | 6:34 PM

শিক্ষামহলের বক্তব্য, গত বছর যেভাবে করোনার কারণে একাদশ-দ্বাদশের সিলেবাস কম করা হয়েছিল। এ বারও সেই একই ফর্মুলা মেনে দশমের সিলেবাসেও কমিয়ে ফেলা হয়েছে।

এবার অনেকটাই কমে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার সিলেবাস! মধ্যশিক্ষা পর্ষদের বড় ঘোষণা
উচ্চ মাধ্যমিকের প্র্যাক্টিক্যাল পরীক্ষা নিয়ে নির্দেশিকা সংসদের ( প্রতীকী ছবি)

Follow Us

কলকাতা: করোনা পরিস্থিতির কারণে এ বার মাধ্যমিকের সিলেবাসেও কোপ পড়ল। মঙ্গলবার পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, দশম শ্রেণির প্রধান বিষয়গুলির সিলেবাস অন্তত ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত ছেঁটে ফেলা হচ্ছে। সমস্ত স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষিকাদের এক বিজ্ঞপ্তি পাঠিয়ে নতুন সিলেবাস সম্পর্কে তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে। যদিও কেন সিলেবাস কম করা হল তার কোনও ব্যাখ্যা অবশ্য মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে দেওয়া হয়নি। তবে শিক্ষামহলের বক্তব্য, গত বছর যেভাবে করোনার কারণে একাদশ-দ্বাদশের সিলেবাস কম করা হয়েছিল। এ বারও সেই একই ফর্মুলা মেনে দশমের সিলেবাসেও কমিয়ে ফেলা হয়েছে।

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানানো হয়েছে, আগামী ২০২০ সালে এই নতুন সিলেবাসেই পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা। যদিও ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা কবে হবে, অনলাইনে হবে নাকি অফলাইনে হবে তা এখনও স্পষ্ট নয়। তবে পরীক্ষা যে আরও সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।

প্রথম এবং দ্বিতীয় ভাষার পাশাপাশি গণিত, ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল; প্রত্যেকটি বিষয় থেকেই সিলেবাস ৩০ থেকে ৩৫ শতাংশ করে ছাঁটা হয়েছে। প্রত্যেকটি বিষয়ের নতুন পাঠক্রম ঠিক কেমন হতে চলেছে, সেটাও জানানো হয়েছে পর্ষদের পক্ষ থেকে। ১৫টি এমসিকিউ, ১ নম্বরের ২১ টি শর্ট কোয়েশ্চন মিলিয়ে মোট ৯০ নম্বরে র পরীক্ষাই হবে বলে জানিয়েছে পর্ষদ। এর আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও একাদশের জন্য সিলেবাস ছাঁটার কথা জানিয়েছিল। এ বার একই ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ।

প্রসঙ্গত, গত বছর করোনা পরিস্থিতির কারণে একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠক্রমে ব্যাপক রদবদল করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পড়ুয়াদের চাপ কমাতে প্রায় ১৫ শতাংশ সিলেবাস ছেঁটে ফেলা হয়। একই সঙ্গে প্রশ্ন বিভাজনের ক্ষেত্রেও কিছু অদল-বদল আনা হয়েছিল। চলতি বছরের অর্থবর্ষেও সেই সমস্ত বদল অপরিবর্তিত রাখা হবে বলে সম্প্রতি জানানো হয়েছে। একই ভাবে সিবিএসই ও আইসিএসই-র ক্ষেত্রেও সিলেবাস ছাঁটা হয়েছিল। কিন্তু মাধ্যমিক শিক্ষা পর্ষদ গত বছর পর্যন্ত সিলেবাস কমানোর বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। তবে এ বছর মধ্যশিক্ষা পর্ষদও একই পথে হাঁটল।

উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে গত ৬ অগস্ট শিক্ষা সংসদের পক্ষ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালে একাদশ এবং দ্বাদশ শ্রেণির যে পরীক্ষা নেওয়া হবে, তা চলতি বছরের পদ্ধতিতেই নেওয়া হবে। একই সঙ্গে প্রশ্নপত্রের ধরনে যে যে পরিবর্তন আনা হয়েছে, তা আগের মতোই থাকবে। সিলেবাসে কোনও বদল আসবে না। করোনার অছিলায় সিলেবাস কম হওয়ার দরুণ পড়ুয়াদের সুবিধা হলেও তা তাদের মেধার জন্য কতটা ফলদায়ক হবে, সেই প্রশ্ন অবশ্য রয়েই যাচ্ছে। আরও পড়ুন: ‘এ রাজ্যে আমাদের কিছু হবে না’ বলতে বলতে বিকাশ ভবনের সামনে বিষ খেলেন পাঁচ শিক্ষিকা

 

Next Article