Bomb Recovered : খাস কলকাতায় অটোর ভিতর উদ্ধার বোমা, গুলি; তবে কি বড় কোনও ছক, উঠছে প্রশ্ন

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Apr 23, 2022 | 11:42 AM

Haridevpur: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে বিষয়টি খুব একটা গুরুত্ব দেননি এলাকার লোকজন। তবে দীর্ঘক্ষণ অটোটি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের।

Bomb Recovered : খাস কলকাতায় অটোর ভিতর উদ্ধার বোমা, গুলি; তবে কি বড় কোনও ছক, উঠছে প্রশ্ন
এই অটো থেকেই বোমা উদ্ধার হয়েছে। নিজস্ব চিত্র।

Follow Us

কলকাতা: কুলতলিতে অস্ত্র কারখানার খোঁজ মিলেছিল শুক্রবার। ২৪ ঘণ্টা কাটতে না কাটতে এবার খাস কলকাতায় অটোর ভিতর থেকে উদ্ধার হল বিপুল সংখ্যক বোমা, অস্ত্র। শুক্রবার রাতে হরিদেবপুর থানা (Haridebpur Police Station) এলাকায় একটি অটোর ভিতর থেকে ১৯টি তাজা বোমা, ১টি পিস্তল, ২টি কার্তুজ উদ্ধার হয়। এলাকার একটি ক্লাবের সামনে দাঁড়িয়েছিল অটোটি। সেখান থেকেই হরিদেবপুর থানার পুলিশ অস্ত্র, বোমা উদ্ধার করে। এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রশ্ন উঠছে, কী কারণে এই বোমা, অস্ত্র রাখা হল। তবে কি বড় কোনও ছক কষা হচ্ছিল? নাকি এখান থেকে কোথাও পাচার করার পরিকল্পনা ছিল এই বোমা, অস্ত্র? অটো চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

কলকাতার অত্যন্ত জনবহুল এলাকা হরিদেবপুর। সবথেকে তাৎপর্যপূর্ণ হল, হরিদেবপুর থানার সামনে যে রাস্তা, তা থেকে কিছু দূরে শুক্রবার রাতে অটোটি দাঁড়িয়ে ছিল। যদিও ভিতরে কোনও লোক ছিল না। সেখান থেকেই তাজা বোমা, গুলি, পিস্তল উদ্ধার হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে বিষয়টি খুব একটা গুরুত্ব দেননি এলাকার লোকজন। তবে দীর্ঘক্ষণ অটোটি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। সামনে গিয়ে দেখেন পিছনের সিটের সামনে কিছু জড়ো করা রয়েছে। তাঁরাই এরপর থানায় জানান। পুলিশ পৌঁছে অটো থেকে বোমা, গুলি, পিস্তল উদ্ধার করে। কে বা কারা এগুলি রেখেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

যেখানে অটোটি দাঁড় করানো ছিল, সেখানে ক্লোজ় সার্কিট ক্যামেরা রয়েছে। পুলিশ সেই সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখবে। স্থানীয় বাসিন্দারা জানান, অটোর মধ্যে একটি পলিথিন দিয়ে চাপা দেওয়া ছিল বোমা। এই অটোর মালিক কে তা নিয়েও প্রশ্ন উঠেছে। কেউই ঠিক করে বলতে পারছেন না এই অটো এলাকার কারও কি না।

আরও পড়ুন: Duare Sarkar Scheme: দুয়ারে ‘সরকার’, তবু আট মাস ধরে ভোগান্তির শেষ নেই একটা শংসাপত্র পেতে

Next Article
West Bengal Weather Update: কলকাতার ভাগ্যে বৃষ্টি তো নেই! উল্টে এই সতর্কতা জারি করল হাওয়া অফিস
Road Accident: সংক্রমণের নাম ‘বেপরোয়া গতি’, রাতের কলকাতায় প্রাণ গেল এক যুবকের