ভ্যাকসিনের জন্য রাজ্যে ১০০ কোটির ফান্ড, কেন্দ্রের কাছে ১ কোটি ডোজ চাইলেন মমতা

ঋদ্ধীশ দত্ত |

Apr 21, 2021 | 4:58 PM

বাড়তে থাকা আক্রান্তের সংখ্যা দেখে বেশি আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন মমতা।

ভ্যাকসিনের জন্য রাজ্যে ১০০ কোটির ফান্ড, কেন্দ্রের কাছে ১ কোটি ডোজ চাইলেন মমতা
ছবি- ফেসবুক

Follow Us

মালদা: করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে করোনা নিয়ে প্রথম বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রুদ্ধদ্বার বৈঠক শেষে বুধবার মালদায় সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, আগের বছরের মতোই পুনরায় সেফ হোম তৈরি করে তা হাসপাতালের সঙ্গে যুক্ত করা হবে। একই সঙ্গে টিকাকরণের জন্য ১০০ কোটির একটি আপাতকালীন ফান্ড তৈরির কথাও ঘোষণা করেন মমতা। পাশাপাশি অবিলম্বে ১ কোটি ভ্যাকসিনের আবেদন জানান কেন্দ্রীয় সরকারের কাছে।

যদিও বাড়তে থাকা আক্রান্তের সংখ্যা দেখে বেশি আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন মমতা। তিনি জানান, রাজ্যে সরকারি এবং বেসরকারি হাসপাতালে এখন প্রায় ১১ হাজার বেড আছে, যা দু’দিনের মধ্যে ১৩ হাজার হয়ে যাবে। সরকারি এবং বেসরকারি প্রায় ৭ হাজার রোগী এই মুহূর্তে ভর্তি। ফলে রাজ্যে বেডের আকাল এখনও শুরু হয়নি বলে দাবি করেছেন মমতা।

রাজ্যে যে অক্সিজেনের টান রয়েছে তাও স্বীকার করে নেন মুখ্যমন্ত্রী। তবে টিকাকরণের জন্য রাজ্য সরকার যে ১০০ কোটির ফান্ড তৈরি করেছে, তাতে আগামীতে ভ্যাসকিন দেওয়ার প্রক্রিয়ায় কোনও অভাব হবে না বলেই মনে করছেন তিনি। তবে তার জন্য অবিলম্বে কেন্দ্রীয় সরকারের কাছে ১ কোটি ডোজ চান মমতা। একই সঙ্গে জানান, রাজ্যে ইতিমধ্যেই ৯৩ লক্ষ ডোজ দেওয়া হয়েছে। আগামী সময় ভ্যাকসিন খোলা বাজারে চলে এলে রাজ্য তা কিনে নেবে।

আরও পড়ুন: করোনা আক্রান্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, ২৪ ঘণ্টায় মৃত্যু ২,০২৩ জনের

অন্যদিকে, কেন্দ্রীয় সরকার ১৮ উর্ধ্ব ব্যক্তিদের আগামী ১ মে থেকে টিকা নেওয়ার অনুমতি দিয়েছে। তবে পশ্চিমবঙ্গে সেই পর্যায়ের টিকাকরণ আগামী ৫ মে থেকে শুরু হবে বলে জানান মমতা। একই সঙ্গে যারা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে বা সেফ হোমে ভর্তি, তাদের যাতে পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার ব্যবস্থা করা যায় সে দিকেও কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন: করোনা কড়চা: মা পজিটিভ হলে শিশুকে কি স্তনপান করাতে পারেন? জানুন বিশেষজ্ঞের মত

Next Article