West Bengal By-Election Results 2021 LIVE Streaming: চোখ রাখুন TV9 বাংলায়, দ্রুততার সঙ্গে পান ভোট গণনার আপডেট

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Nov 02, 2021 | 8:54 AM

Bypoll Results 2021 LIVE Streaming: চার বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচনের গণনা। সবরকম খবরের জন্য নজর থাকুক টিভি নাইন বাংলার ওয়েবসাইট, চ্যানেল, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে

Follow Us

কলকাতা: ভোট গণনা চলছে রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে। গোসাবা, খড়দহ, শান্তিপুর ও দিনহাটায়। খড়দহ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজল সিনহা ফল প্রকাশের আগের দিনই প্রয়াত হন। অন্যদিকে, ভোটে জয়লাভ করে ১২ মে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিজেপির দুই সাংসদ জগন্নাথ সরকার ও নিশীথ প্রামাণিক। তাঁদের কেন্দ্র শান্তিপুর ও দিনহাটা আসনে বিধায়ক পদটি শূন্য। গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের মৃত্যু হয় গত ১৯ জুন। এই চার কেন্দ্রেই উপনির্বাচন হয় গত ৩০ অক্টোবর।

খড়দহে তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী বিজেপির জয় সাহা। সঙ্গে সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাসও লড়ছেন। দিনহাটায় তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ। বিজেপির হয়ে লড়বেন অশোক মণ্ডল, বামেদের মুখ ফরওয়ার্ড ব্লকের আব্দুর রউফ। শান্তিপুরে তৃণমূলের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী, বিজেপির প্রার্থী নিরঞ্জন বিশ্বাস, সিপিএমের প্রার্থী সৌমেন মাহাতো। গোসাবায় সুব্রত মণ্ডল তৃণমূলের মুখ। বিজেপির প্রতীকে লড়বেন পলাশ রানা, আরএসপির প্রার্থী অনিল চন্দ্র মণ্ডল।

কোথায় এবং কী ভাবে দেখবেন ভোটের ফলাফল? রইল এক নজরে…

সকাল ৬ টা থেকেই ভোটগণনার যাবতীয় খুঁটিনাটি তথ্য তুলে ধরা হচ্ছে TV9 বাংলায়। এ ছাড়াও www.tv9bangla.com ওয়েবসাইটে গিয়ে গণনা সংক্রান্ত সমস্ত তথ্য এক ক্লিকে দেখতে পারবেন। সেই সঙ্গে রয়েছে TV9 বাংলার ইউটিউব চ্যানেল। যেখানে ভোট গণনার ছোট-বড় সমস্ত আপডেট এবং ভিডিয়ো দেখা যাবে। চোখের সামনে টেলিভিশন না থাকলেও মুঠোফোনেই আমাদের ইউটিউব পেজে দর্শকেরা লাইভ টিভি দেখতে পারবেন। একই সঙ্গে Tv9 বাংলার ওয়েবসাইটে গেলেও লাইভ টিভি সম্প্রচার দেখা যাবে। নিচে দেওয়া রইল সেই লাইভ টিভির লিঙ্ক-

কলকাতা: ভোট গণনা চলছে রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে। গোসাবা, খড়দহ, শান্তিপুর ও দিনহাটায়। খড়দহ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজল সিনহা ফল প্রকাশের আগের দিনই প্রয়াত হন। অন্যদিকে, ভোটে জয়লাভ করে ১২ মে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিজেপির দুই সাংসদ জগন্নাথ সরকার ও নিশীথ প্রামাণিক। তাঁদের কেন্দ্র শান্তিপুর ও দিনহাটা আসনে বিধায়ক পদটি শূন্য। গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের মৃত্যু হয় গত ১৯ জুন। এই চার কেন্দ্রেই উপনির্বাচন হয় গত ৩০ অক্টোবর।

খড়দহে তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী বিজেপির জয় সাহা। সঙ্গে সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাসও লড়ছেন। দিনহাটায় তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ। বিজেপির হয়ে লড়বেন অশোক মণ্ডল, বামেদের মুখ ফরওয়ার্ড ব্লকের আব্দুর রউফ। শান্তিপুরে তৃণমূলের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী, বিজেপির প্রার্থী নিরঞ্জন বিশ্বাস, সিপিএমের প্রার্থী সৌমেন মাহাতো। গোসাবায় সুব্রত মণ্ডল তৃণমূলের মুখ। বিজেপির প্রতীকে লড়বেন পলাশ রানা, আরএসপির প্রার্থী অনিল চন্দ্র মণ্ডল।

কোথায় এবং কী ভাবে দেখবেন ভোটের ফলাফল? রইল এক নজরে…

সকাল ৬ টা থেকেই ভোটগণনার যাবতীয় খুঁটিনাটি তথ্য তুলে ধরা হচ্ছে TV9 বাংলায়। এ ছাড়াও www.tv9bangla.com ওয়েবসাইটে গিয়ে গণনা সংক্রান্ত সমস্ত তথ্য এক ক্লিকে দেখতে পারবেন। সেই সঙ্গে রয়েছে TV9 বাংলার ইউটিউব চ্যানেল। যেখানে ভোট গণনার ছোট-বড় সমস্ত আপডেট এবং ভিডিয়ো দেখা যাবে। চোখের সামনে টেলিভিশন না থাকলেও মুঠোফোনেই আমাদের ইউটিউব পেজে দর্শকেরা লাইভ টিভি দেখতে পারবেন। একই সঙ্গে Tv9 বাংলার ওয়েবসাইটে গেলেও লাইভ টিভি সম্প্রচার দেখা যাবে। নিচে দেওয়া রইল সেই লাইভ টিভির লিঙ্ক-

Next Article