West Bengal Bye election: ১৩ নভেম্বর উপ-নির্বাচনে লড়বেন কারা? প্রার্থী তালিকা প্রকাশ BJP-র

Aritra Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 19, 2024 | 11:49 PM

BJP Candidate List For Bye election: ১৩ তারিখ ভোট রয়েছে। ছটি বিধানসভায় উপভোট হতে চলেছে। সেখানেই প্রার্থী দিয়েছে বিজেপি। তাঁরা কারা? জেনে নিন সবিস্তারে...

West Bengal Bye election: ১৩ নভেম্বর উপ-নির্বাচনে লড়বেন কারা? প্রার্থী তালিকা প্রকাশ BJP-র
বাঁদিকে মাদারিহাট রাহুল লোহার, দ্বিতীয় নৈহাটি বিজেপি প্রার্থী রূপক মিত্র, তৃতীয় মেদিনীপুরের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়, চতুর্থ তালডাংরার বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: আগামী ১৩ নভেম্বর ছ’টি বিধানসভা আসনে উপনির্বাচন রয়েছে। সেই তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় বাহিনী দিয়েই এই ভোট হতে চলেছে। নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণার পরপরই এবার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি।

গেরুয়া শিবির সূত্রে খবর, সিতাই কেন্দ্রে প্রার্থী দীপক কুমার রায়। মাদারিহাট কেন্দ্রে প্রার্থী রাহুল লোহার।
নৈহাটি কেন্দ্রে প্রার্থী রূপক মিত্র। হাড়োয়া কেন্দ্র প্রার্থী বিমল দাস। মেদিনীপুর কেন্দ্রে প্রার্থী শুভজিৎ রায়।
তালডাংরায় লড়াই করবেন অনন্যা রায় চক্রবর্তী।

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে মেদিনীপুর থেকে জিতেছিলেন তৃণমূলের জুন মালিয়া। তবে চব্বিশের লোকসভা নির্বাচনে সংসদ পদের জন্য লড়াই করে সাংসদ হন তিনি। এরপর বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন জুন। সেই রকমই একুশের নির্বাচনে মাদারিহাটে জিতেছিলেন বিজেপির মনোজ টিগ্গা। চব্বিশের লোকসভা নির্বাচনে জয়ের পর বিধায়ক পদ ছাড়েন। অপরদিকে, একুশের নির্বাচনে হাড়োয়া থেকে জিতেছিলেন তৃণমূলের হাজি নুরুল ইসলাম। চব্বিশের লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হন তিনি। তবে কিছুদিন আগে প্রয়াত হয়েছেন তৃণমূল এই সাংসদ। একুশের নির্বাচনে নৈহাটিতে জিতেছিলেন তৃণমূলের পার্থ ভৌমিক। তিনিও সাংসদ হওয়ার পর বিধায়ক পদে ইস্তফা দেন। একুশের নির্বাচনে সিতাইয়ে জিতেছিলেন তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। সাংসদ হওয়ার পর বিধায়ক পদ ছাড়েন তিনি। আর একুশের নির্বাচনে তালডাংরায় জিতেছিলেন তৃণমূলের অরূপ চক্রবর্তী। চব্বিশের নির্বাচনে জিতে সাংসদ হন তিনি। ছাড়েন বিধায়ক পদ।

Next Article