
কলকাতা : সোমবার মমতার মন্ত্রিসভার (West Bengal Cabinet Meeting) গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। আর সেই বৈঠকে রাজ্যের শিল্পবিমুখ ভাবমূর্তি ঘোচাতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সল্ট লেকের সেক্টর ফাইভে সিলিকন ভ্যালিতে (Salt Lake Silicon Valley) আদানি এন্টারপ্রাইজকে (Adani Enterprises) ৯৯ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে। এখানে তৈরি হবে হাইপার স্কেল ডেটা সেন্টার। মোট ৫১.৭৫ একর জমির উপর তৈরি হবে এই ডেটা সেন্টার। সোমবার ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্তের উপর সিলমোহর দেওয়া হয়েছে। বিকেলে সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প নিয়ে নিজের অবস্থানের কথা স্পষ্ট করে দিয়েছেন একাধিক বার। এবার মন্ত্রিসভার বৈঠকে আদানি গোষ্ঠীকে এই লিজ দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। আদানি গোষ্ঠীর জন্য এই জমি দেওয়ার বিষয়টিকে বেশ উৎসাহব্যঞ্জক হিসেবেই দেখছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর মতে, এর ফলে প্রচুর কর্মসংস্থানের সম্ভবনা তৈরি হবে। সেই সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ডও চলতে থাকবে।
শুধু আদানি গোষ্ঠীর জন্য সিলিকন ভ্যালিতে লিজ় দেওয়াই নয়, এর পাশাপাশি আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে সাইকেল হাব করার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেখানে চারটি সংস্থাকে জমি দেওয়ার বিষয়েও সবুজ সংকেত দেওয়া হয়েছে সোমবারের মন্ত্রিসভার বৈঠকে। প্রতিটি কোম্পানিকে পাঁচ একর করে জমি দেওয়া হবে। সেখানে তৈরি হবে সাইকেল ম্যানুফ্যাকচারিং পার্ক। এর মধ্যে একটি সংস্থা রয়েছে ইউনিরক্স সাইকেল। প্রাথমিকভাবে তারা এখাবে ১০ কোটি টাকা বিনিয়োগ করবে এবং এর মাধ্যমে প্রায় ১৫০ জনের কর্ম সংস্থান হবে। এর পাশাপাশি রয়েছে, ক্রিমটন ইন্ডাস্ট্রিজ, লুনা টায়ার, মিলাব সাইকেল। প্রতিটি সংস্থাই প্রাথমিকভাবে প্রায় ১০ কোটি টাকা করে বিনিয়োগ করে এখানে। চারটি সংস্থা মিলিয়ে মোট আনুমানিক ৬০০ জনের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
এর পাশাপাশি আসন্ন বিধানসভা অধিবেশন তিনিও কথা বলেন পার্থ বাবু। আগামী ১০ জুন থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। বিধায়কদের কাছে ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা পৌঁছে গিয়েছে। এবারের বিধানসভা অধিবেশনে প্রায় ৬-৭ টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে। এর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল, কৃষি বিশ্ব বিদ্যালয় সংশোধনী বিল। আগামী ৯ জুন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন বলেও জানান পার্থ বাবু।