কলকাতা: নির্দিষ্ট রুট এড়িয়ে অন্য জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে বাস। তার জেরে ক্ষতি হয় সংশ্লিষ্ট রুটের বাস মালিকদের। এই অভিযোগকে সামনে রেখে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল একটি মামলা। শুক্রবার সেই মামলায় কড়া নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দিনের পর দিন দূরপাল্লার বাস ধর্মতলায় দাঁড় করিয়ে রাস্তা আটকানো ও অন্যদের আর্থিক ক্ষতির মুখে ঠেলে দেওয়ার অভিযোগে এক বাস মালিককে ধর্মতলায় বাস না দাঁড় করানোর নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ অগ্রাহ্য করায় বাস মালিককে পাঁচ দিনের মধ্যে ২ লক্ষ টাকা জরিমানা করল আদালত। নির্দেশ কার্যকর না করা হলে এরপর আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আগামী ২৩ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি আছে।
মামলাকারী আলপনা হালদার। তাঁর বাসের পারমিট ছিল ধর্মতলা থেকে পুরুলিয়ার ঝালদা অবধি যাওয়ার। অন্যদিকে শিবনাথ বন্দ্যোপাধ্যায়ের বাসের পারমিট ছিল সল্টলেক করুণাময়ী থেকে ঝালদা যাওয়ার। অভিযোগ, পারমিট এক রুটের থাকলেও তা মানতেন না শিবনাথবাবু। তাঁর গাড়ি দিনের পর দিন ধর্মতলা হয়ে যেত।
আলপনা হালদারের অভিযোগ ছিল, এভাবে শিবনাথ বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ধর্মতলা হয়ে যাওয়ায় তাঁর ব্যবসা আর্থিক ক্ষতির মুখে পড়ছে। মামলাকারী প্রশ্ন তোলেন, করুণাময়ী থেকে ঝালদায় যাঁর গাড়ির পারমিট, তিনি কেন ধর্মতলা হয়ে যাবেন? ২০১৫ সালে এই ঘটনার প্রেক্ষিতে আলপনা হালদার কোর্টে আসেন। আদালতে সে মামলার শুনানিও হয়।
আদালত নির্দেশ দেয় ধর্মতলায় বাস দাঁড় করাতে পারবেন না শিবনাথবাবু। যদিও তা মানা হয়নি বলেই ফের আদালতের দ্বারস্থ হন মামলাকারী। এদিন তার শুনানিপর্বেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, পাঁচদিনের মধ্যে ২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে শিবনাথবাবুকে। জরিমানা না দিলে আরও কঠিন ব্যবস্থা নেওয়া হবে তাঁর বিরুদ্ধে, এ বার্তাও দেয় আদালত।