
কলকাতা: নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বাংলার একতা, ঐক্য, সম্প্রীতির কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যে প্রতিটি ভাষাভাষির মানুষ, প্রতিটি ধর্মের মানুষ আনন্দে-খুশিতে একসঙ্গে বেঁচে থাকেন। বিজিবিএস-এর মঞ্চ থেকে আরও একবার সে কথাই তুলে ধরলেন তিনি।
এ দিন মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা সম্পর্কে কেউ কেউ অপপ্রচার করে, এই রাজ্যে শুধু হিংসার ঘটনা ঘটে। আসলে এটা রাজনৈতিক দলগুলির অপপ্রচার। এখানে কোনও ভেদাভেদ নেই।” একই সঙ্গে তিনি ছটপুজো, ঈদ, ক্রিস্টমাস, দুর্গাপুজো বাংলায় যে মহাধুমধামের সঙ্গে পালিত হয় সেই উদাহরণও দেন। মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা খুব মিষ্টি জায়গা। এখানকার ভাষা যেমন মিষ্টি। এখানকার আতিথেয়তাও যথেষ্ট সুন্দর। দুর্গাপুজো এই রাজ্যে ধুমধাম করে পালন করা হয়। সেই রকম ভাবেই পালিত হয় ক্রিস্টমাস।”
প্রসঙ্গত, নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ চাঁদের হাট। বসেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানী। মুখ্যমন্ত্রীকে ‘সত্যিকারের অগ্নিকন্যা’ বলে সম্বোধন করলেন রিলায়েন্স কর্ণধার। মমতার হাত ধরে বাংলার উন্নয়ন ও বিকাশ যে রকেট গতির উত্থান দেখছে, তা বার বার নিজের বক্তব্য বোঝানোর চেষ্টা করলেন রিলায়েন্স কর্ণধার। মুখ্যমন্ত্রীর হাত ধরে ‘সোনার বাংলা’ আরও উজ্জ্বল হয়ে উঠেছে বলেও জানালেন তিনি।
বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “পশ্চিমবঙ্গে ধর্মের ভিত্তিতে ভেদাভেদ হয় না আর উত্তর প্রদেশ-বিহারে ভেদাভেদ হয়? সেই কারণে ওইখানকার মানুষদের এখানে এসে বলেন ওইখানকার গুটখার থুথুতে কলকাতার লোহায় জং ধরতে দেব না? বহিরাগতদের ডেকে এই বার্তা দিলেন?”