Chief Secretary: বাড়ল আরও ৩ মাস, অবসরের ঠিক মুখেই এক্সটেনশন পেলেন মুখ্যসচিব গোপালিকা

Deeksha Bhuiyan | Edited By: Soumya Saha

May 27, 2024 | 4:07 PM

Nabanna: হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের মুখ্যসচিব পদ থেকে অবসর নেওয়ার পর সেই জায়গায় দায়িত্বে আনা হয়েছিল বি পি গোপালিকাকে। অতীতে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন তিনি। হরিকৃষ্ণ দ্বিবেদী যখন রাজ্যের মুখ্যসচিব ছিলেন, সেই সময় রাজ্যের স্বরাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব সামলেছেন গোপালিকা।

Chief Secretary: বাড়ল আরও ৩ মাস, অবসরের ঠিক মুখেই এক্সটেনশন পেলেন মুখ্যসচিব গোপালিকা
বিপি গোপালিকা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: তিন মাসের জন্য এক্সটেনশন পেলেন মুখ্যসচিব বি পি গোপালিকা। আগামী ৩১ মে অবসরের দিন ছিল রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার। কিন্তু যেহেতু লোকসভা নির্বাচন চলছে, তাই এই ভোটপর্বের মধ্যেই তাঁর অবসর হবে নাকি এক্সটেনশন মিলবে, তা নিয়ে জল্পনা আগেই শুরু হয়েছিল। অবশেষে সব জল্পনায় ইতি পড়ল। সোমবার জানা যায়, আরও তিন মাসের জন্য এক্সটেনশন পেয়েছেন রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকা। অর্থাৎ, আগামী ৩১ অগস্ট পর্যন্ত তাঁর এক্সটেনশনের মেয়াদ থাকছে।

উল্লেখ্য, হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের মুখ্যসচিব পদ থেকে অবসর নেওয়ার পর সেই জায়গায় দায়িত্বে আনা হয়েছিল বি পি গোপালিকাকে। অতীতে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন তিনি। হরিকৃষ্ণ দ্বিবেদী যখন রাজ্যের মুখ্যসচিব ছিলেন, সেই সময় রাজ্যের স্বরাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব সামলেছেন গোপালিকা। সেই গুরুত্বপূর্ণ পদের অভিজ্ঞতা থাকা গোপালিকাকেই রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে বেছে নেওয়া হয়েছিল। চলতি বছরের জানুয়ারি মাসেই দায়িত্ব নিয়েছিলেন তিনি।

কিন্তু কিছুদিন বাদে তাঁরও অবসরের দিন। আগামী ৩১ মে রাজ্যের বর্তমান মুখ্যসচিব বি পি গোপালিকার অবসর নেওয়ার কথা ছিল। এমন অবস্থায়, তাঁকে এক্সটেনশন দেওয়া হবে কি না, সে নিয়ে বিভিন্ন মহলে বিস্তর চর্চা হয়েছে বিগত কয়েকদিনে। অবশেষে ভগবতী প্রসাদ গোপালিকাকে আরও তিন মাসের জন্য এক্সটেনশন দেওয়া হল।

Next Article