Kalyani AIIMS Recruitment Case: নিয়োগ দুর্নীতিতে CBI তৎপরতার মাঝেই গা-ঝাড়া দিল CID, ভবানী ভবনে ডাক পড়ল ২ বিজেপি বিধায়কের

CID: আগামী ৪ ডিসেম্বর (সোমবার) ভবানীভবনে তলব করা হয়েছে চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষকে। পরের দিন, মঙ্গলবার ডাকা হয়েছে বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে। জানা যাচ্ছে, উভয়কেই দুপুর ১২টার সময় সিআইডি অফিসে হাজিরার জন্য বলা হয়েছে। 

Kalyani AIIMS Recruitment Case: নিয়োগ দুর্নীতিতে CBI তৎপরতার মাঝেই গা-ঝাড়া দিল CID, ভবানী ভবনে ডাক পড়ল ২ বিজেপি বিধায়কের
কল্যাণী এইএমস নিয়োগ মামলায় তলব বিজেপি বিধায়কদেরImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2023 | 10:32 PM

কলকাতা: কল্যাণী এইমসের নিয়োগে বেনিয়মের অভিযোগ তদন্ত চালাচ্ছে সিআইডি। সেই মামলায় ফের তলব করা হল দুই বিজেপি বিধায়ককে। আগামী সপ্তাহেই রাজ্য গোয়েন্দা শাখার অফিসে ডাক পড়েছে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ ও নীলাদ্রিশেখর দানার। আগামী ৪ ডিসেম্বর (সোমবার) ভবানীভবনে তলব করা হয়েছে চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষকে। পরের দিন, মঙ্গলবার ডাকা হয়েছে বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে। জানা যাচ্ছে, উভয়কেই দুপুর ১২টার সময় সিআইডি অফিসে হাজিরার জন্য বলা হয়েছে।

কল্যাণী এইমসে নিয়োগে বেনিয়মের অভিযোগে অনেকদিন ধরেই তদন্ত চালাচ্ছেন রাজ্যের গোয়েন্দারা। দুই বিজেপি বিধায়কের নাম আগেই জড়িয়েছিল এই মামলার সঙ্গে। আগেও সিআইডি অফিসারদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তাঁরা। প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। সেই সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছেন রাজ্যের গোয়েন্দারা। তদন্তে নেমে বাঁকুড়ার বিধায়কের বাড়িতেও গিয়েছিলেন সিআইডি অফিসাররা। বিধায়ক-কন্যা মৈত্রী দানার সঙ্গে কথা বলেছেন তাঁরা, জিজ্ঞাসাবাদ করেছেন।

উল্লেখ্য, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার কন্যা মৈত্রী দানাও কল্যাণী এইমসে গ্রুপ ডি পদে চাকরি করেন। প্রভাব খাটিয়ে মেয়েকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিধায়কের বিরুদ্ধে। এদিকে চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষের ক্ষেত্রেও আবার অভিযোগ, তিনি নিজের পুত্রবধূকে প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন। সেই সূত্র ধরে তদন্তের স্বার্থে চাকদহের বিধায়কের বাড়িতেও গিয়েছিলেন সিআইডির তদন্তকারী অফিসাররা। আর এবার আগামী সপ্তাহে ফের কল্যাণী এইমস নিয়োগ মামলায় ভবানী ভবনে সিআইডির অফিসে তলব করা হল বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদহের বাঁকুড়ার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে।