AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Mamata Banerjee: ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, পহেলগাঁওয়ে নিহতদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Ex Gratia for Pahelgam Victims: বিতান অধিকারী, সমীর গুহ ও মণীশ রঞ্জন মিশ্রের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনজনের পরিবারকেই ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

CM Mamata Banerjee: ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, পহেলগাঁওয়ে নিহতদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 26, 2025 | 4:32 PM
Share

কলকাতা: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহত তিন বাঙালির জন্য ক্ষতিপূরণের ঘোষণা রাজ্য সরকারের। জম্মু-কাশ্মীর ঘুরতে গিয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ হারান বিতান অধিকারী, সমীর গুহ ও মণীশ রঞ্জন মিশ্র। অন্যদিকে, সেনা-জঙ্গি লড়াইয়ে শহিদ হয়েছেন ঝন্টু শেখ। তাঁদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চারজনের পরিবারকেই ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এর মধ্যে নিহতদের স্ত্রীদের ৫ লক্ষ টাকা ও তাদের মা-বাবাদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

এ দিন মুখ্যমন্ত্রী জানান, পহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহত বিতান অধিকারীর বাবা-মায়ের সঙ্গে কথা হয়েছে। তিন পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। নিহতদের স্ত্রীদের ৫ লক্ষ টাকা ও মা-বাবাদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

বিতান অধিকারীর বাবার জন্য ১০ হাজার টাকার পেনশন দেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ডে বিতানের মা-বাবার চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, জম্মু-কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ ঝন্টু শেখের পরিবারের জন্যও ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর পরিবারকেও ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, কাশ্মীরে নিহত ঝন্টু শেখের মায়ের সঙ্গে কথা হয়েছে। ঝন্টু শেখের স্ত্রী’কে বিশেষ কেস হিসাবে চাকরি দেওয়া হবে আইন মেনে।

প্রসঙ্গত, ইতিমধ্য়েই  জম্মু-কাশ্মীর সরকারও জঙ্গি হানায় নিহত ২৬ জনের পরিবারকেই ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং গুরুতর আহতদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে। পাশাপাশি অসম সরকারও সকল নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে।