Mamata Banerjee: আইএসএস পরীক্ষায় প্রথম দুই স্থানাধিকারী বাংলার, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

Chandra Shekhar Chatterjee | Edited By: সঞ্জয় পাইকার

Dec 14, 2024 | 8:42 PM

Mamata Banerjee: ইউপিএসসি-র আইএসএস পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন পশ্চিম বর্ধমানের আসানসোলের সিঞ্চনস্নিগ্ধ অধিকারী। আর দ্বিতীয় স্থান অধিকার করেছেন পূর্ব বর্ধমানের আউশগ্রামের বিল্টু মাজি।

Mamata Banerjee: আইএসএস পরীক্ষায় প্রথম দুই স্থানাধিকারী বাংলার, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্য়ায় (ফাইল ফোটো)
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: ইউপিএসসি-র ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস (আইএসএস) পরীক্ষা। আর সেই পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছেন বাংলার দুই যুবক। একজনের বাড়ি আসানসোলে। অন্যজনের বাড়ি আউশগ্রামে। আইএসএস পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করার পর দুই যুবককে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইউপিএসসি-র আইএসএস পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন পশ্চিম বর্ধমানের আসানসোলের সিঞ্চনস্নিগ্ধ অধিকারী। আর দ্বিতীয় স্থান অধিকার করেছেন পূর্ব বর্ধমানের আউশগ্রামের বিল্টু মাজি।

সিঞ্চন আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী। বাড়ি শহরের ইসমাইল মাদার টেরেজা সরণিতে। পরে কলকাতার আইএসআই থেকে স্ট্যাটিস্টিক্সে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তাঁর বাবা প্রদীপ অধিকারী মাইন্স বোর্ড অব হেলথের কর্মী। মা সুজাতাদেবী গৃহবধূ। সাফল্যের পুরো কৃতিত্বটাই সিঞ্চন দিতে চান বাবা-মাকে। অন্যদিকে বিল্টু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিস্টিক্সে স্নাতক ডিগ্রি লাভ করেন। তাঁর বাবা কৃষক। বিল্টু পোস্ট অফিসে চাকরি করেন। তার ফাঁকেই চলত পড়াশোনা।

বাংলার দুই যুবকের সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে সিঞ্চন ও বিল্টুকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, “সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাজ্য সরকার পড়ুয়াদের যে উৎসাহ দেয়, তার ফল পাওয়া যাচ্ছে। IAS ও IPS পরীক্ষায়ও আমাদের পড়ুয়াদের ফল ভাল হচ্ছে। এইসব পরীক্ষার প্রস্তুতিতে সহায়তার জন্য যুব ও উচ্চাভিলাষী পড়ুয়াদের কাছে রাজ্য সরকারের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।”

 

Next Article