Mamata Banerjee: ‘বস্তি’ বলে আর কিছু থাকবে না কলকাতায়, নতুন নাম দিলেন মমতা

Pradipto Kanti Ghosh | Edited By: Soumya Saha

Oct 17, 2023 | 4:48 PM

Slums of Kolkata: মেয়র ফিরহাদ হাকিমের উদ্দেশে মমতার পরামর্শ, বস্তি শব্দটির বদলে অন্য কোনও নাম ব্যবহার করার জন্য। বললেন, "প্রয়াস বা এই জাতীয় কিছু নাম দাও। কিংবা উত্তরণ।" তখন ফিরহাদ মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেন, তিনি যাতে একটি নাম ঠিক করে দেন।

Mamata Banerjee: বস্তি বলে আর কিছু থাকবে না কলকাতায়, নতুন নাম দিলেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: বস্তি নামে আপত্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। কলকাতা শহরে আর বস্তি বলে কোনও শব্দ রাখতে চাইছেন না তিনি। তৃতীয়ার বিকেলে ভার্চুয়ালি পুজোর উদ্বোধনের সময় নিজেই জানিয়ে দিলেন সেকথা। এদিন বিকেলে শহরের বেশ কয়েকটি পুজোর উদ্বোধন হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। সেই তালিকায় ছিল আলিপুরের আমরা সকল পল্লি সমিতিও। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পুজোর উদ্বোধনের সময় ফিরহাদ মুখ্যমন্ত্রীকে বলেন, “এই বস্তিটা চেতলার মধ্যে অন্যতম বড় লিড দেয় (শাসক শিবিরকে)। এরা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কিছু জানেন না।”

ফিরহাদ হাকিম সেই সময় আরও কিছু বলতে যাচ্ছিলেন। কিন্তু, মেয়রের বক্তব্য মাঝখানে থামিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানতে চান, ওই এলাকার সকলে ঠিকা-স্বত্ব পেয়েছেন কি না। মেয়র জানান, সকলেই পেয়ে গিয়েছেন। তখন মুখ্যমন্ত্রী বলেন, “ঠিকা-স্বত্ব পেয়ে গেলে তো নিজেদের জায়গা। এটাকে বস্তি বলবে না। এটা আমার মাটির কুটির, আমার ভালবাসার জায়গা, মায়ের আঁচল। বস্তি বলে কিছু হয় না। বস্তি কথাটা তুলে দাও।”

মেয়র ফিরহাদ হাকিমের উদ্দেশে মমতার পরামর্শ, বস্তি শব্দটির বদলে অন্য কোনও নাম ব্যবহার করার জন্য। বললেন, “প্রয়াস বা এই জাতীয় কিছু নাম দাও। কিংবা উত্তরণ।” তখন ফিরহাদ মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেন, তিনি যাতে একটি নাম ঠিক করে দেন। শেষে মমতা বস্তির বদলে ‘উত্তরণ’ শব্দটি ব্যবহারের জন্য বলেন। মেয়রের উদ্দেশে বললেন, “বস্তি শব্দটি আর বলবে না।” মুখ্যমন্ত্রী নির্দেশ পেয়ে ফিরহাদও জানালেন, পুরনিগমে তিনি এই শব্দটি ঠিক করে নেবেন। মমতার প্রস্তাব, এগুলিকে যেন উত্তরণ-১, উত্তরণ-২, উত্তরণ-৩… এভাবে নামকরণ করা হয়।

Next Article