Mamata Banerjee: ‘মমতা যেন মমতাই থাকে…’, পুজোর উদ্বোধনে আবেগঘন মুখ্যমন্ত্রী

Deeksha Bhuiyan | Edited By: Soumya Saha

Oct 12, 2023 | 11:44 PM

Mamata Banerjee: পুজোর উদ্বোধনের সময় এন্টালির মণ্ডপ থেকে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এছাড়া কাউন্সিলর স্বপ্না দাসও ছিলেন মণ্ডপে। তিনি প্রয়াত তৃণমূল নেতা অনুপ দাসের স্ত্রী। ভার্চুয়ালি এন্টালির পুজো উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন তিনি। উঠে এল পুরনো স্মৃতিচারণাও।

Mamata Banerjee: মমতা যেন মমতাই থাকে..., পুজোর উদ্বোধনে আবেগঘন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: বৃহস্পতিবার কলকাতায় বেশ কয়েকটি দুর্গাপুজোর (Durga Puja 2023) ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তালিকায় ছিল এন্টালির দুর্গাপুজোও। পুজোর উদ্বোধনের সময় এন্টালির মণ্ডপ থেকে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এছাড়া কাউন্সিলর স্বপ্না দাসও ছিলেন মণ্ডপে। তিনি প্রয়াত তৃণমূল নেতা অনুপ দাসের স্ত্রী। ভার্চুয়ালি এন্টালির পুজো উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন তিনি। উঠে এল পুরনো স্মৃতিচারণাও।

অনুপ দাস জীবিত থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়ে তাঁদের বাড়িতে যেতেন। সেই সময়ের কথা তুলে ধরে কাউন্সিলর বললেন, ” মমতা মমতাই থাকবে, মমতা কোনওদিনই পাল্টাবে না। আমি সবাইকে বলি, মমতার মতো মানুষ হওয়া অনেক দুষ্কর। তোমাকে আমি আজ থেকে দেখছি না, তোমাকে আমি ৩৫-৪০ বছর ধরে দেখছি। আমি ঈশ্বরের কাছে কামনা করি, তুমি সুস্থ থাকো। বাড়িতে তোমার ছবিগুলি সবসময় দেখি।”

কাউন্সিলরের মুখে পুরনো দিনের কথা শোনার পর আবেগঘন হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রয়াত অনুপ দাসের কথাও উঠে আসে তাঁর কথায়। বললেন, “বিশুদা পার্টির অ্যাসেট ছিলেন। আমি ওনার থেকে অনেক সাহায্যও পেয়েছিলাম।” কাউন্সিলরের কথার রেশ টেনে মুখ্যমন্ত্রী বললেন, তাঁর মাও বলতেন… ‘মমতা যেন মমতাই থাকে’। মুখ্যমন্ত্রী এদিন এন্টালির পুজোর ভার্চুয়াল উদ্বোধনের সময় বললেন, “আমি যখন প্রথম যুব কল্যাণ দফতরের মন্ত্রী হয়েছিলাম, তখন সাংবাদিকরা আমার মায়ের থেকে প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন। তখন মা বলেছিলেন, মমতা যেন মমতাই থাকে। আমি যতদিন বাঁচব, ততদিন সে কথা মনে রাখব।”

Next Article
Durga Puja: ষষ্ঠীতে ঠাকুর দেখতে শহরে আসতে পারেন নাড্ডা
Md Selim: তৃণমূলকে না হারালে বিজেপিকে রোখা সম্ভব নয়, লিখলেন সেলিম; ‘ভোট কাটুয়া’ খোঁচা কুণালের