CM Mamata Banerjee: বাঙালি অস্মিতায় শান, ২১-র সভার আগেই রাজপথে মমতা

Bengali Language Row: রবিবারই রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে জানান যে বাংলা ভাষাকে অপমানের প্রতিবাদে আগামী ১৬ জুলাই দুপুর ১টার সময় মিছিল বের করা হবে।

CM Mamata Banerjee: বাঙালি অস্মিতায় শান, ২১-র সভার আগেই রাজপথে মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 14, 2025 | 10:25 AM

কলকাতা: বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর বাঙালি অস্মিতাকেই শান দিয়ে এবার প্রতিবাদে নামছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ২১ জুলাইয়ের আগেই, বাংলা ভাষাকে অপমানের প্রতিবাদে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ জুলাই, বুধবার কলকাতায় মিছিল করবেন তিনি।

রবিবারই রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে জানান যে বাংলা ভাষাকে অপমানের প্রতিবাদে আগামী ১৬ জুলাই দুপুর ১টার সময় মিছিল বের করা হবে। মিছিলে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হাঁটবেন মুখ্যমন্ত্রী। কলকাতা, হাওড়া, সল্টলেক ও ভাঙরের মানুষ এই মিছিলে সামিল হবেন।

ওই দিন দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত প্রত্যেকটি সাংগঠনিক জেলার কর্মীরা প্রতিবাদ মিছিল  করবেন। সারা বাংলা জুড়ে প্রতিবাদে সংগঠিত হবে।

গতকাল চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “ভারতবর্ষে জাতীয় সঙ্গীত ও জাতীয় স্তোত্র, দুটোই বাংলার মানুষের লেখা। যে রাষ্ট্রের মানুষ এই দুটি গীত-সঙ্গীতকে সম্মান জানায়, বাংলা ভাষার মানুষদের অবাক হয়ে দেখত, সেখানেই বাংলা ভাষা বলছে বলে অপমান করা হচ্ছে! এটা কোন দেশ, কোন রাষ্ট্র? আজ কী হচ্ছে? বাংলা বললে বলা হচ্ছে, ধরো ওকে। জেলে পুরে দাও। ডিটেনশন ক্যাম্পে থাকুক। বাংলা ভাষা বলা যাবে না। ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যে বাংলা বলতে বাধা দেওয়া হচ্ছে। বাঙালি হলে তারা ভারতবাসী নয়? এটা কোন দেশ? ভারতবর্ষের রাজধানীতে এই কাজ হচ্ছে।”