AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: ‘প্রমাণ দিক আমি যদি একটা টেবিলও ছুঁয়ে থাকি, দল বিস্ফোরক হয়েছিল, আমি নয়’

Mamata Banerjee: অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আমি তখন কাগজ ছিঁড়েছিলাম কেন? আমি তখন একা ছিলাম সংসদে। আমাকে কোনও কিছু বলতে দেওয়া হত না। বিজেপি, সিপিএম, কংগ্রেস একসঙ্গে আমাকে বলতে দেয়নি। সাতদিন ধরে নোটিস দেওয়ার পরও একটা কথা বলতে দেয়নি। এরা তো রোজ বলে।"

Mamata Banerjee: 'প্রমাণ দিক আমি যদি একটা টেবিলও ছুঁয়ে থাকি, দল বিস্ফোরক হয়েছিল, আমি নয়'
বিধানসভার অধিবেশন
| Edited By: | Updated on: Feb 18, 2025 | 5:18 PM
Share

কলকাতা: বিজেপি বিধায়করা নেই অধিবেশনে। এর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বিজেপির কেউ ছিল না। বিধানসভার বাজেট অধিবেশনে এসে তা নিয়ে বিজেপিকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “সংসদে তো আমরা বিরোধী। কিন্তু, সেখানে বৈঠক ডাকলে আমাদের সাংসদরা যান।” ২০০৬ সালের নভেম্বরে বিধানসভায় ভাঙচুরের সময় তিনি একটা চেয়ার-টেবিলে হাত দেননি বলেও এদিন মন্তব্য করেন।

গতকাল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অধিবেশন কক্ষে কাগজ ছিঁড়েছিলেন। তা নিয়ে শাসকদল প্রশ্ন তুললে বিজেপি জবাব দিয়েছিল, সংসদে তো কাগজ ছুড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তারও জবাব দেন মুখ্যমন্ত্রী।

অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমি তখন কাগজ ছিঁড়েছিলাম কেন? আমি তখন একা ছিলাম সংসদে। আমাকে কোনও কিছু বলতে দেওয়া হত না। বিজেপি, সিপিএম, কংগ্রেস একসঙ্গে আমাকে বলতে দেয়নি। সাতদিন ধরে নোটিস দেওয়ার পরও একটা কথা বলতে দেয়নি। ২০০৪ সালের লোকসভা ভোটে বাংলায় ৩৯ শতাংশ ভোট পাওয়ার পরও যখন একা হয়ে গিয়েছিলাম, আমায় একটা ভাষণ দিতে দেওয়া হত না। সংসদে প্রশ্ন করতে দেওয়া হত না। এরা তো রোজ বলে। আমি নিজে এদের প্রশ্নের উত্তর দিয়েছি।”

২০০৬ সালের ৩০ নভেম্বর বিধানসভায় একসময় মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ার-টেবিল ভেঙেছিলেন বলে বিরোধীরা অভিযোগ করেছে। এই নিয়ে এদিন বিধানসভায় মমতা বলেন, “বলা হচ্ছে, আমি নাকি চেয়ার-টেবিল ছুড়েছি। আমি স্পিকারকে বলব, আমাকে প্রমাণ দিতে হবে। আমাকে সিঙ্গুরে ঢুকতে দেওয়া হয়নি। সিঙ্গুর থেকে ফিরে তদান্তনীন বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম বিরোধী দলনেতার ঘরে। আমাকে পুলিশ ডেকে আটকাল। আমি বললাম, বিরোধী দলনেতাকে খবর দিন। তা সত্ত্বেও আমাকে মারা হল। তখন আমাদের বিরোধী দল আমাকে নিয়ে এল ভিতরে। আমি তাদের সব ঘটনা বললাম। কীভাবে সিঙ্গুরে আমাকে ঢুকতে দেওয়া হল না। আমার উপর অত্যাচার করা হল। প্রত্যেক টিভি চ্যানেলের কাছে ছবি আছে। দেখে নেবেন, আমাকে আটকেছিল কি না। আমি একটা টেবিলে যদি হাত দিয়ে থাকি, একটা চেয়ারে যদি হাত দিয়ে থাকি। আমি কোনও জিনিসে হাত দিইনি। সেদিন বিস্ফোরক হয়েছিল আমাদের দল। কারণ আমাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। আমি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। সেদিনও সাংসদ ছিলাম। আমি আসতে পারি। আমি অফিসিয়ালি আসতে চেয়েছিলাম। আমার অধিকারকে খর্ব করে দেওয়া হয়েছিল। সেদিন আমাদের সব বিধায়কদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছিল।”

বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?