West Bengal Congress: হাইকমান্ড দায়িত্ব দিলে বাংলার নেতৃত্ব দিতে প্রস্তুত, বুঝিয়ে দিলেন ইশা

সৌরভ গুহ | Edited By: Soumya Saha

Jun 22, 2024 | 5:06 PM

Congress: এবারের ভোটে বাংলা থেকে কংগ্রেসের জয় বলতে একমাত্র মালদা। ইশা খান চৌধুরী কোনওক্রমে আগলে রেখেছেন মালদার আসন। এবার প্রদেশ কমিটিতে যে সম্ভব্য বদলের চর্চা হচ্ছে, তাতে যদি তাঁকে বাংলাকে নেতৃত্ব দেওয়ার কোনও দায়িত্ব দেওয়া হয়, তাহলে?

West Bengal Congress: হাইকমান্ড দায়িত্ব দিলে বাংলার নেতৃত্ব দিতে প্রস্তুত, বুঝিয়ে দিলেন ইশা
ইশা খান চৌধুরী
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: লোকসভা ভোটের পর গতকাল বৈঠকে বসেছিল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সেই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে অধীর চৌধুরী নিজেই বলেছেন, তিনি প্রদেশ কংগ্রেসের ‘অস্থায়ী সভাপতি’। তাঁর বক্তব্য, মল্লিকার্জুন খাড়্গে দলের সর্বভারতীয় সভাপতি হওয়ার দেশের কোনও রাজ্যে কোনও সভাপতি নিযুক্ত হননি। এরপর থেকেই কানাঘুষো ছড়িয়েছে, আগামী দিনে প্রদেশ কমিটিতে সম্ভব্য পরিবর্তন নিয়ে। আগামীতে কাকে দায়িত্ব দেওয়া হবে প্রদেশ কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার, তা নিয়েও চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

উল্লেখ্য, এবারের ভোটে বাংলা থেকে কংগ্রেসের জয় বলতে একমাত্র মালদা। ইশা খান চৌধুরী কোনওক্রমে আগলে রেখেছেন মালদার আসন। এবার প্রদেশ কমিটিতে যে সম্ভব্য বদলের চর্চা হচ্ছে, তাতে যদি তাঁকে বাংলাকে নেতৃত্ব দেওয়ার কোনও দায়িত্ব দেওয়া হয়, তাহলে? সেই নিয়ে প্রশ্নে মালদার নবনির্বাচিত সাংসদ বুঝিয়ে দিলেন, যদি কোনও দায়িত্ব আসে, তা পালনের জন্য তিনি প্রস্তুত। ইশা খান চৌধুরী বলেন, “আমি পার্টির সঙ্গে সবসময় আছি। পার্টিকে সবসময় সহযোগিতা দেব। দলে অনেক যোগ্য নেতা আছেন। তাদের মধ্যে আমিও একজন, অধীরবাবুও আছেন। হাইকমান্ড যাঁকে স্থির করবে, আমরা সকলে তাঁর সঙ্গে আছি।”

প্রসঙ্গত, গতকালই প্রদেশ কংগ্রেস শিবির বৈঠকে বসেছিল। বৈঠকে ছিলেন অধীররঞ্জন চৌধুরী, ইশা খান চৌধুরী-সহ দলের আরও অনেক রাজ্য স্তরের নেতা। সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েও মালদার নবনির্বাচিত সাংসদের গুরুত্ব বুঝিয়েছিলেন অধীর।

Next Article