হাজারের দোরগোড়ায় আক্রান্ত, কলকাতা থেকেও নদিয়ায় মৃত্যু বেশি, শীর্ষে উত্তর ২৪ পরগনা

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Jul 10, 2021 | 9:07 PM

West Bengal Corona Update: সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। রাজ্যের ১৭ টি জেলায় শেষ ২৪ ঘণ্টায় কোনও করোনা আক্রান্তের মৃত্যু হয়নি।

হাজারের দোরগোড়ায় আক্রান্ত, কলকাতা থেকেও নদিয়ায় মৃত্যু বেশি, শীর্ষে উত্তর ২৪ পরগনা
ছবি- টুইটার

Follow Us

কলকাতা: পজিটিভিটির হার কমলেও দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের নীচেও রইল বঙ্গে। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ কোভিড বুলেটিনে প্রকাশ পেয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৯৯৭ জন। একই সময়ে মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৩৬ জন। মৃত্যু হয়েছে ১৭ জনের। সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। রাজ্যের ১৭ টি জেলায় শেষ ২৪ ঘণ্টায় কোনও করোনা আক্রান্তের মৃত্যু হয়নি।

গত ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৫৪১ টি নমুনা পরীক্ষা রয়েছে। পজিটিভিটির হার এসে নেমেছে ১.৯০ শতাংশে। সক্রিয় রোগীর সংখ্যা আরও কিছুটা কমে হয়েছে ১৫ হাজার ৩০৪। সুস্থতার হার বেড়ে ৯৭.৮০ শতাংশ হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর নিরিখেও সবার উপরে রয়েছে উত্তর ২৪ পরগনা। দ্বিতীয় স্থানেই রয়েছে নদিয়া। কলকাতার থেকেও মৃত্যু বেশি হয়েছে সেই জেলায়।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৭ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২১ জন। মৃত্যু: শুক্রবার-২, শনিবার-১।

কালিম্পং– গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৩। মৃত্যু: শুক্রবার-২, শনিবার-২।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৯ জন। মৃত্যু: শুক্রবার-৩, শনিবার-৪।

বীরভূম– গতকাল আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫০ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৮ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৭ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৩ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৩ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৮ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮০ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-২।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৯৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬৭ জন। মৃত্যু: শুক্রবার-৪, শনিবার-৫।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৯ জন। মৃত্যু: শুক্রবার-৩, শনিবার-০।

কলকাতা– গতকাল আক্রান্ত ৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৬ জন। মৃত্যু: শুক্রবার-২, শনিবার-৩।

 

Next Article