Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

স্বস্তি বাড়িয়ে আরও কমল সংক্রমণ, তবে বাংলায় এখনও বেশি কোভিড-মৃত্যুর হার

স্বস্তি বাড়িয়ে বাংলায় আরও নামল করোনা গ্রাফ (West Bengal Corona Update)। তবে উদ্বেগের জায়গাতে রয়ে গিয়েছে মৃত্যুর হার।

স্বস্তি বাড়িয়ে আরও কমল সংক্রমণ, তবে বাংলায় এখনও বেশি কোভিড-মৃত্যুর হার
ছবি- পিটিআই
Follow Us:
| Updated on: May 30, 2021 | 8:35 AM

কলকাতা: স্বস্তি বাড়িয়ে বাংলায় আরও নামল করোনা গ্রাফ (West Bengal Corona Update)। তবে উদ্বেগের জায়গাতে রয়ে গিয়েছে মৃত্যুর হার। রাজ্যে এক দিনে আক্রান্ত ১১ হাজার। শেষ বুলেটিন অনুযায়ী, রাজ্যে এক দিনে মৃত্যু হয়েছে ১৪৮ জনের।

কলকাতায় এক দিনে আক্রান্ত ১৭৩৫। মৃতের সংখ্যা ৪৪। সংক্রমণ ক্রমশ নিম্নমুখী উত্তর ২৪ পরগনাতেও। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৪৪১। মৃত্যু হয়েছে ৩৬ জনের। দক্ষিণ ২৪ পরগনায় এক দিনে পজিটিভ ৮৯৫ জন। মৃত্যু হয়েছে ৮ জন করোনা আক্রান্তের। হাওড়ায় এক দিনে করোনা আক্রান্তে সংখ্যা ৮৪২ জন।

রাজ্যে এক দিনে করোনা মুক্ত হয়েছেন ১৮ হাজার ৭৭৪ জন। পজিটিভিটি রেট ১৮ শতাংশ। সংক্রমিতের সংখ্যা গত কয়েক দিন ধরেই নিম্নমুখী। তবে কোভিডে মৃত্যুর রোখা যাচ্ছে না। সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ১৫ হাজার ২৬৮ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন: কেন্দ্র চায়, ছাড়তে নারাজ রাজ্য! আলাপন নিয়ে সংঘাত কি গড়াবে আদালতে?

করোনা দ্বিতীয় ঢেউ প্রতিহত করতে ভ্যাকসিনেশন অত্যন্ত জরুরি বলে সতর্ক করেছেন স্বাস্থ্যকর্তারা। সংক্রমণে রাশ টানতে টিকাকরণের সংখ্যা বাড়ানো এবং কোভিড টেস্টের উপর গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকেরা। কিন্তু ভারতে যে গতিতে ভ্যাকসিনেশন হচ্ছে তা আদৌ সন্তোষজনক নয় বলেই মনে করছেন তাঁরা। টিকাকরণের ক্ষেত্রে কেন্দ্রীয় নীতিতে গলদ রয়েছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।