নদিয়ায় হচ্ছেটা কী! বেড়েই চলেছে মৃত্যু, সংক্রমণের মগডালে উঠে এল জলপাইগুড়িও

মৃত্যু বাড়ার পিছনে ভূমিকা নিয়েছে নদিয়া। বিগত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এই জেলাতেই।

নদিয়ায় হচ্ছেটা কী! বেড়েই চলেছে মৃত্যু, সংক্রমণের মগডালে উঠে এল জলপাইগুড়িও
ছবি-PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2021 | 10:32 PM

কলকাতা: শেষ ২৪ ঘণ্টায় একলাফে মৃত্যু অনেকটাই বাড়ল বঙ্গে। দৈনিক সংক্রমণের ছবিটা অবশ্য আগে জায়গাতেই দাঁড়িয়ে। সংক্রমণের শীর্ষে যথারীতি রয়েছে উত্তর ২৪ পরগনা। তবে বাকি জেলাদের ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে জলপাইগুড়ি। এ বাদে বাকি জেলার ছবিটা আগের মতোই। কিন্তু এ দিনের মৃত্যু বাড়ার পিছনে ভূমিকা নিয়েছে নদিয়া। বিগত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এই জেলাতেই।

রাজ্য স্বাস্থ্য দফতরের শনিবারের কোভিড বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৭৪৯ জন। একই সময়ের মধ্যে সেরে উঠেছেন ৭৯১ জন। একদিনে মৃত্যু হয়েছে ১৫ জনের। সক্রিয় রোগীর সংখ্যা ৫৭ জন কমে হয়েছে ১০ হাজার ৫৮৫। সুস্থতার হার ৯৮.১২ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় মোট ৪৫ হাজার ৭০১ টি নমুনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে ১.৬৪ শতাংশ মানুষ পজিটিভ ধরা পড়েছেন।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪২ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৮ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-১।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় ১৮ সুস্থ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-১।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৮। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৮ জন। মৃত্যু:বৃহস্পতিবার-৩, শুক্রবার-১।

বীরভূম– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-১।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার-২, শুক্রবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৮ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৮ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪১ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-১।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৮৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯২ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-২।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-২।

কলকাতা– গতকাল আক্রান্ত ৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬১ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-০।