দার্জিলিং যাওয়ার কথা ভাবছেন? সাবধান, মৃত্যু বেড়েই চলেছে পাহাড়ে, দক্ষিণে কিছুটা কম সংক্রমণ

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Aug 03, 2021 | 9:34 PM

West Bengal Covid 19 Update: দার্জিলিং এবং জলপাইগুড়ি, এই দুই জেলার পরিস্থিতিই আপাতত দুশ্চিন্তায় রেখেছে স্বাস্থ্য দফতরকে।

দার্জিলিং যাওয়ার কথা ভাবছেন? সাবধান, মৃত্যু বেড়েই চলেছে পাহাড়ে, দক্ষিণে কিছুটা কম সংক্রমণ
দেশের করোনা সংক্রমণ ছবি-PTI

Follow Us

কলকাতা: দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেতেই রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যাও বাড়ল একধাক্কায়। মঙ্গলবার রাজ্যে নতুন করে ফের ৭০০ জনের বেশি আক্রান্ত হয়েছেন। মৃত্যু অবশ্য খুব একটা বাড়েনি। কিন্তু উত্তরবঙ্গের দু-একটি জেলায় লাগাতার মৃত্যুর ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। দার্জিলিং এবং জলপাইগুড়ি, এই দুই জেলার পরিস্থিতিই আপাতত দুশ্চিন্তায় রেখেছে স্বাস্থ্য দফতরকে। বাকি জেলাগুলির মধ্যে নদিয়ার মৃত্যু অব্যাহত। তবে শেষ ২৪ ঘণ্টায় আশা জাগিয়ে কোনও মৃত্যু হয়নি কলকাতা-সহ দুই ২৪ পরগনায়।

মঙ্গলবার স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে ৭২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। একই সময় করোনা মুক্ত হয়েছে ৭৫৬ জন। গোটা রাজ্যে মৃত্যু হয়েছে মোট ৯ জনের। সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৬৭-এ। রাজ্যে সুস্থতার হার বর্তমানে ৯৮.১১ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় মাত্র ৪৩ হাজার ৫৩২ টি নমুনা পরীক্ষা হয়েছে রাজ্যে। যা সাম্প্রতিক সময় সবচেয়ে কম। পজিটিভিটির হার ১.৬৭ শতাংশ।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪১ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৭ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-৩।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় ১৬ সুস্থ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৮ জন। শেষ ৪৮ ঘণ্টায় সুস্থ ৪৪। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার-০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫ জন। মৃত্যু: সোমবার-৩, মঙ্গলবার-২।

বীরভূম– গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৭ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৯ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৮ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-১।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৮ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-২।

হুগলি– গতকাল আক্রান্ত ৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-১।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯০ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-০।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার-০।

কলকাতা– গতকাল আক্রান্ত ৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৬ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-০।

Next Article