জলপাইগুড়িতে মৃত্যু শূন্য থেকে বেড়ে ৪, এখনও সংক্রমণের শীর্ষে পশ্চিম মেদিনীপুর
West Bengal Covid 19 Update: বৃহস্পতিবার কোনও জেলাতেই সংক্রমণ ১০০ পেরোয়নি। বুধবারের তুলনায় টেস্ট বাড়লেও সংক্রমণে আহামরি কোনও বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে না।
কলকাতা: ফের একবার হাজারের নীচেই রইল রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার কোনও জেলাতেই সংক্রমণ ১০০ পেরোয়নি। বুধবারের তুলনায় টেস্ট বাড়লেও সংক্রমণে আহামরি কোনও বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে না। অন্যদিকে, আক্রান্তের সংখ্যা ১০০-র নীচে নামলেও সংক্রমণের শীর্ষে এখনও রয়েছে পশ্চিম মেদিনীপুর। যে কারণে জেলার বেশ কয়েকটি জায়গাকে চিহ্নিত করে মাইক্রো কন্টেনমেন্টে জোনে পরিণত করা হয়েছে।
বৃহস্পতিবার রাজ্যে নতুন করে ৯৯৫ জন করোনা আক্রান্ত ধরা পড়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭ জনের। একই সময়ের মধ্যে ৪৯ হাজার ৮৪২ টি নমুনা পরীক্ষা হয়েছে। একদিনে সংক্রমণ মুক্ত হয়েছেন ১ হাজার ৪৯০ জন। সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১৬ হাজার ১৪৩। সুস্থতার হার বেড়ে ৯৭.৭৫ শতাংশ। পজিটিভিটির হার কমে হয়েছে ২ শতাংশ। পশ্চিম মেদিনীপুর বাদে উত্তর ২৪ পরগনা, দার্জিলিং ও কলকাতার দৈনিক সংক্রমণ ৯০-এর কাছাকাছি। একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জলপাইগুড়িতে।
দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৩ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-১।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৩ জন। মৃত্যু: বুধবার-২, বৃহস্পতিবার-১।
কালিম্পং– গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮১। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-৪।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
মালদহ– গতকাল আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
নদিয়া– গতকাল আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৩ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-১।
বীরভূম– গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৩ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৯ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১০২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৬ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-১।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৬৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩০ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-১।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৬ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-০।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৫ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-১।
হাওড়া– গতকাল আক্রান্ত ৬৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৫ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-২।
হুগলি– গতকাল আক্রান্ত ৬৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৫ জন। মৃত্যু: বুধবার-২, বৃহস্পতিবার-০।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৯৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮১ জন। মৃত্যু: বুধবার-৪, বৃহস্পতিবার-৩।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৬ জন। মৃত্যু: বুধবার-২, বৃহস্পতিবার-০।
কলকাতা– গতকাল আক্রান্ত ৮৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪১ জন। মৃত্যু: বুধবার-২, বৃহস্পতিবার-২।