বঙ্গে সংক্রমণের শীর্ষে পশ্চিম মেদিনীপুর, টেক্কা কলকাতাকেও, হুগলিতে বাড়ল মৃত্যু

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Jul 06, 2021 | 11:18 PM

West Bengal Covid 19 Update: গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭ জনের। যেই সংখ্যাটা অনেকটাই স্বস্তিদায়ক। একই সময়ের মধ্যে ৪৬ হাজার ২৮৯ টি নমুনা পরীক্ষা হয়েছে।

বঙ্গে সংক্রমণের শীর্ষে পশ্চিম মেদিনীপুর, টেক্কা কলকাতাকেও, হুগলিতে বাড়ল মৃত্যু
ছবি-টুইটার

Follow Us

কলকাতা: করোনা সংক্রমণে এ বার কলকাতা-সহ উত্তর ২৪ পরগনাকেও টেক্কা দিয়ে দিল পশ্চিম মেদিনীপুর। মঙ্গলবার রাজ্যে নতুন করে ৯৬২ জন করোনা আক্রান্ত ধরা পড়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭ জনের। যেই সংখ্যাটা অনেকটাই স্বস্তিদায়ক। একই সময়ের মধ্যে ৪৬ হাজার ২৮৯ টি নমুনা পরীক্ষা হয়েছে। একদিনে সংক্রমণ মুক্ত হয়েছেন ১ হাজার ৬২০ জন। সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১৭ হাজার ২৭৫। সুস্থতার হার বেড়ে ৯৭.৬৭ শতাংশ। পজিটিভিটির হার কমে হয়েছে ২.০৮ শতাংশ।

বাংলার কোনও জেলাতেই দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০ ছোঁয়নি, একমাত্র পশ্চিম মেদিনীপুর বাদে। সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে এই জেলা। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে যুগ্মভাবে রয়েছে উত্তর ২৪ পরগনা এবং দার্জিলিং। এ বাদে বাকি সব জেলাতেই সংক্রমণের গ্রাফ অনেকটা নিম্নমুখী।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৬ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৮১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৯ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-২।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯১। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার-০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮২ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-২।

বীরভূম– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৯ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৩ জন।সোমবার-০, মঙ্গলবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৭ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৭ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫১ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৬ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৪ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-৩।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১০৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮৮ জন।মৃত্যু: সোমবার-৩, মঙ্গলবার-৬।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৭ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার-১।

কলকাতা– গতকাল আক্রান্ত ৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৯ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার-৩।

Next Article