বঙ্গে সংক্রমণের হার নামল ১.৫ শতাংশে, মৃত্যু-কাঁটা এখনও বিঁধছে নদিয়া-সহ কয়েকটি জেলাকে

West Bengal Covid 19 Update: নমুনা পরীক্ষার সংখ্যা কিছুটা বৃদ্ধি পেলেও তদানুপাতিক হারে আক্রান্তের সংখ্যা বাড়েনি।

বঙ্গে সংক্রমণের হার নামল ১.৫ শতাংশে, মৃত্যু-কাঁটা এখনও বিঁধছে নদিয়া-সহ কয়েকটি জেলাকে
ছবি- টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jul 14, 2021 | 10:24 PM

কলকাতা: রাজ্যে সংক্রমণের গ্রাফে বড় পতন লক্ষ্য করা গেল বুধবার। নমুনা পরীক্ষার সংখ্যা কিছুটা বৃদ্ধি পেলেও তদানুপাতিক হারে আক্রান্তের সংখ্যা বাড়েনি। মৃত্যুও কমেছে গতকালের তুলনায়। কিন্তু মৃত্যু এখনও শূন্যে নামছে না বেশ কয়েকটি জেলায়। উত্তরবঙ্গে চিন্তায় রেখেছে দার্জিলিং। দক্ষিণবঙ্গে নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং কলকাতাতেও গত ২৪ ঘণ্টায় একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে করোনায়।

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা পজিটিভ ধরা পড়েছেন ৮৩১ জন। এই একই সময়ের মধ্যে ১ হাজার ১৬১ জন সুস্থ হয়েছেন। শেষ একদিনে রাজ্যে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১২ হাজার ৯৮৪। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৫৭১ টি নমুনা পরীক্ষা হয়েছে রাজ্যে। পজিটিভিটির হার নেমে এসেছে মাত্র ১.৫ শতাংশে।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৬ জন। মৃত্যু: মঙ্গলবার-২, বুধবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১২ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-২।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৫। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-১।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৯ জন। মৃত্যু: মঙ্গলবার-৩, বুধবার-৩।

বীরভূম– গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার-১।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৭ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৭ জন। মৃত্যু: মঙ্গলবার-৩, বুধবার-১।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৫ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার-১।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪০ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৪ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-১।

হুগলি– গতকাল আক্রান্ত ৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৯ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার-০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৯৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৪ জন। মৃত্যু: মঙ্গলবার-৩, বুধবার-২।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৫ জন। মৃত্যু: মঙ্গলবার-২, বুধবার-০।

কলকাতা– গতকাল আক্রান্ত ৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮১ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার-২।