রাজ্যে সংক্রমণ ২১ হাজারের দোরগোড়ায়, প্রথমবার ৭০ হাজার পেরল নমুনা পরীক্ষা

একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৩৯ জন। এই একই সময়ে ১৯ হাজার ১৮১ জন সুস্থ হয়ে উঠেছেন। যা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে।

রাজ্যে সংক্রমণ ২১ হাজারের দোরগোড়ায়, প্রথমবার ৭০ হাজার পেরল নমুনা পরীক্ষা
ফাইল ছবি
Follow Us:
| Updated on: May 13, 2021 | 8:10 PM

কলকাতা: রাজ্যে ২১ হাজারের দোরগোড়ায় পৌঁছে গেল করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে প্রথমবার রাজ্যে দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা ৭০ হাজার পেরিয়েছে। তবে কিছুটা হলেও স্বস্তির বিষয় হল, পরীক্ষা বৃদ্ধি পেলেও গত ২৪ ঘণ্টায় মৃত্যুর রেকর্ড ভাঙেনি। যদিও সংক্রমণের হার যে উর্ধ্বমুখী, তা স্বাস্থ্য দফতরের বুলেটিনেই স্পষ্ট।

বুধবারের পর অবশ্য বৃহস্পতিবারও রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজার পেরিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে ১২৯ জনের মৃত্যু হয়েছে। একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৩৯ জন। এই একই সময়ে ১৯ হাজার ১৮১ জন সুস্থ হয়ে উঠেছেন। যা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। অন্যদিকে, রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লক্ষ ৩০ হাজার ২১৩ হয়েছে। অন্যদিকে, গত কয়েকদিন যাবৎ দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা ৬০-৬১ হাজারের মধ্যেই ঘোরাফেরা করছিল। এ দিনও অনেকটাই কিছুটা বেড়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭০ হাজার ৪৭৩টি নমুনা পরীক্ষা হয়েছে।

আরও পড়ুন: সকালেও ছিলেন, আচমকা বেপাত্তা! কালো পতাকা দেখে শীতলকুচিতে পৌঁছেও নিহতের বাড়ির লোকের দেখা পেলেন না রাজ্যপাল

সংক্রমণের নিরিখে সবচেয়ে শোচনীয় পরিস্থিতি উত্তর ২৪ পরগনা এবং কলকাতার। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কলকাতায় ৩,৯২৪ জন আক্রান্ত হয়েছেন। শহরেই মৃত্যু হয়েছে ৩৯ জনের। সংক্রমণের হারে অবশ্য কলকাতাকে পিছনে ফেলে দিয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত হয়েছেন ৪,১৩১ জন। মৃত্যু হয়েছে ২৫ জনের। দৈনিক সংক্রমণের পরিমাণ হাজার ছাড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে।

আরও পড়ুন: ব্যর্থ মোদীর নির্বাচনী স্ট্র্যাটেজি! মমতার পাল্টা চালে এবার বাংলার কৃষকদের অ্যাকাউন্টেও কিসান সম্মান নিধির টাকা