কোভিড কাঁটা: মৃত্যুমিছিল অব্যাহত নদিয়ায়, দৈনিক পরীক্ষা কমতেই নামল সংক্রমণও

West Bengal Covid Update: শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে ৫৭৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। একই সময় করোনা মুক্ত হয়েছে ৭৩৪ জন। গোটা রাজ্যে মৃত্যু হয়েছে মোট ১২ জনের।

কোভিড কাঁটা: মৃত্যুমিছিল অব্যাহত নদিয়ায়, দৈনিক পরীক্ষা কমতেই নামল সংক্রমণও
নিম্নমুখী করোনা সংক্রমণ ছবি- টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Aug 02, 2021 | 11:10 PM

কলকাতা: রাজ্যের নমুনা পরীক্ষার হার একধাক্কায় কমে গেল অনেকটাই। ফলে দৈনিক আক্রান্তের সংখ্যাতেও দেখা গেল বিরাট পতন। অথচ, পজিটিভিটির হার এমন কিছু কমেনি। ফলে দৈনিক সংক্রমণ কমলেও স্বস্তির কোনও অবকাশ এখনই নেই, তা মোটামুটি স্পষ্ট। উত্তরবঙ্গের দু-একটি জেলায় মৃত্যু এখনও অব্যাহত। সংক্রমণ ও মৃত্যুর ধারা অব্যাহত রেখেছে দক্ষিণের চার জেলা। অন্যদিকে, নদিয়ার ও দক্ষিণ ২৪ পরগনায় ফের একবার মৃত্যু বেড়েছে।

সোমবার স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে ৫৭৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। একই সময় করোনা মুক্ত হয়েছে ৭৩৪ জন। গোটা রাজ্যে মৃত্যু হয়েছে মোট ১২ জনের। সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮০৩-এ। রাজ্যে সুস্থতার হার বর্তমানে ৯৮.১১ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় মাত্র ৩৩ হাজার ২১৫ টি নমুনা পরীক্ষা হয়েছে রাজ্যে। যা সাম্প্রতিক সময় সবচেয়ে কম। পজিটিভিটির হার ১.৭৩ শতাংশ।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪২ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৭ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় ২৩ সুস্থ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-১।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। শেষ ৪৮ ঘণ্টায় সুস্থ ৪১। মৃত্যু: রবিবার-০, সোমবার-২।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫ জন। মৃত্যু: রবিবার-৩, সোমবার-৩।

বীরভূম– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৩ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৩ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫০ জন। মৃত্যু: রবিবার-২, সোমবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৮ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-১।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৯ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৯৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৪ জন। মৃত্যু: রবিবার-৩, সোমবার-১।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৭ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-২।

কলকাতা– গতকাল আক্রান্ত ৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৯ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-১।