কলকাতা: রাজ্যে একদিনে করোনা সংক্রমণ ২ হাজারের উপরেই রইল। বৃহস্পতিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন মোট ২ হাজার ৪৮৬ জন। বুধবার এই সংখ্যা ছিল ২ হাজার ৪৫৫। উদ্বেগ বাড়ছে মৃতের সংখ্যা নিয়েও। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ জনের। বুধবারও ৬ জনেরই মৃত্যু হয়। গত একদিনে বেড়েছে পজিটিভিটি রেট। বৃহস্পতিবার পজিটিভিটি রেট ১৬.২৪ শতাংশ, বুধবার যা ছিল ১৫.৪৭ শতাংশ। সম্প্রতি ন’ রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্র। তালিকায় কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্র, অসম, অন্ধ্র প্রদেশ, হিমাচল প্রদেশ, মিজোরাম, অরুণাচল প্রদেশের সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের নামও। কেন্দ্রের স্বাস্থ্য পরিবারকল্যাণ মন্ত্রক এ নিয়ে একটি বৈঠকে আলোচনাও করে।
এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি –
কলকাতা – বৃহস্পতিবার আক্রান্ত ৩৯৬। বুধবার আক্রান্ত ৫১১
উত্তর ২৪ পরগনা – বৃহস্পতিবার আক্রান্ত ৩৯৯। বুধবার আক্রান্ত ৪১৩
দক্ষিণ ২৪ পরগনা – বৃহস্পতিবার আক্রান্ত ১০২। বুধবার আক্রান্ত ৯৯
হাওড়া – বৃহস্পতিবার আক্রান্ত ৫৬। বুধবার আক্রান্ত ৫৮
নদিয়া – বৃহস্পতিবার আক্রান্ত ৪১। বুধবার আক্রান্ত ১১১
পশ্চিম বর্ধমান – বৃহস্পতিবার আক্রান্ত ১০৮। বুধবার আক্রান্ত ১৫৩।
পশ্চিম মেদিনীপুর- বৃহস্পতিবার আক্রান্ত ৯৫। বুধবার আক্রান্ত ৯৩
দার্জিলিং- বৃহস্পতিবার আক্রান্ত ৭৬। বুধবার আক্রান্ত ১০৮
বীরভূম- বৃহস্পতিবার আক্রান্ত ৩৮১। বুধবার আক্রান্ত ১৬৯
পূর্ব বর্ধমান- বৃহস্পতিবার আক্রান্ত ১১২। বুধবার আক্রান্ত ৯৪
পূর্ব মেদিনীপুর – বৃহস্পতিবার আক্রান্ত ২৬। বুধবার আক্রান্ত ২৯
জলপাইগুড়ি – বৃহস্পতিবার আক্রান্ত ১৩৬। বুধবার আক্রান্ত ৭১
মুর্শিদাবাদ- বৃহস্পতিবার আক্রান্ত ৩৩। বুধবার আক্রান্ত ৩৩
মালদহ – বৃহস্পতিবার আক্রান্ত ৮১। বুধবার আক্রান্ত ১০১\
উত্তর দিনাজপুর – বৃহস্পতিবার আক্রান্ত ২২। বুধবার আক্রান্ত ২৭
আলিপুরদুয়ার – বৃহস্পতিবার আক্রান্ত ২৩। বুধবার আক্রান্ত ২৯
বাঁকুড়া – বৃহস্পতিবার আক্রান্ত ৭২। বুধবার আক্রান্ত ২৫
দক্ষিণ দিনাজপুর – বৃহস্পতিবার আক্রান্ত ১০৩। বুধবার আক্রান্ত ৪২
পুরুলিয়া – বৃহস্পতিবার আক্রান্ত ৬৭। বুধবার আক্রান্ত ৯৪
ঝাড়গ্রাম – বৃহস্পতিবার আক্রান্ত ৮। বুধবার আক্রান্ত ১৭
কোচবিহার – বৃহস্পতিবার আক্রান্ত ৩৬। বুধবার আক্রান্ত ৩৫
কালিম্পং – বৃহস্পতিবার আক্রান্ত ৭। বুধবার আক্রান্ত ১৫
হুগলি- বৃহস্পতিবার আক্রান্ত ১০৬। বুধবার আক্রান্ত ৮৮