Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৮ এপ্রিলের পর রাজ্যের দৈনিক আক্রান্ত ৩ হাজারের নীচে, পজিটিভিটির হার ৫ শতাংশের সামান্য বেশি

রাজ্যের শুক্রবার করোনা বুলেটিনে দেখা যাচ্ছে, দৈনিক আক্রান্ত নেমেছে ৩ হাজারের নীচে। গত ৮ এপ্রিলের পর প্রথমবার রাজ্যের দৈনিক আক্রান্ত ৩ হাজারের নীচে নামল।

৮ এপ্রিলের পর রাজ্যের দৈনিক আক্রান্ত ৩ হাজারের নীচে, পজিটিভিটির হার ৫ শতাংশের সামান্য বেশি
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Jun 19, 2021 | 12:02 AM

কলকাতা: করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সবচেয়ে খারাপ পর্ব পেরিয়ে ক্রমেই সুস্থতার পথে এগোচ্ছে বাংলা। জেলায় জেলায় দ্রুতগতিতে কমছে সংক্রমণ। একটি বা দু’টি জেলা বাদ দিলে বাকি সব জেলায় কার্যত সক্রিয় রোগীর সংখ্যা কমছে দ্রুতগতিতে। রাজ্যে সব জেলায় সংক্রমণের গ্রাফ এক কথায় নিম্নমুখী। রাজ্যের শুক্রবার করোনা বুলেটিনে দেখা যাচ্ছে, দৈনিক আক্রান্ত নেমেছে ৩ হাজারের নীচে। গত ৮ এপ্রিলের পর প্রথমবার রাজ্যের দৈনিক আক্রান্ত ৩ হাজারের নীচে নামল। স্বতি দিয়ে মৃত্যুও কমছে। যত সংখ্যক টেস্ট হয়েছে তার মধ্যে পজিটিভিটির হার ৫ শতাংশের সামান্য বেশি।

শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কোভিড বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৮৮ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ১৮জন। শেষ একদিনে মৃত্যু হয়েছে ৫৮ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ৬৪। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় একলাফে রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা আরও ৬১৮ জন বেড়েছে। রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২২ হাজার ৬৯১ জন। রাজ্যে বর্তমান সুস্থতার হার ৯৭.৩০ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ১১২ জন। শেষ ২৪ ঘণ্টায় মোট ৫৫ হাজার ৩৬৭ টি নমুনা পরীক্ষা হয়েছে।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৯। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত জন ৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪১ জন। বৃহস্পতিবার মৃত-০, শুক্রবার মৃত-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৭ জন। বৃহস্পতিবার মৃত-০, শুক্রবার মৃত-২।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ২৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৫ জন। বৃহস্পতিবার মৃত-৩, শুক্রবার মৃত-২।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। বৃহস্পতিবার মৃত-০, শুক্রবার মৃত-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১৯৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৭। বৃহস্পতিবার মৃত-২, শুক্রবার মৃত-৬।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১ জন। বৃহস্পতিবার মৃত-৫, শুক্রবার মৃত-২।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। বৃহস্পতিবার মৃত-০, শুক্রবার মৃত-১।

মালদহ– গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। বৃহস্পতিবার মৃত-০, শুক্রবার মৃত-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯ জন। বৃহস্পতিবার মৃত-০, শুক্রবার মৃত-১।

নদিয়া– গতকাল আক্রান্ত ১০৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৯ জন। বৃহস্পতিবার মৃত-৪, শুক্রবার মৃত-৬।

বীরভূম– গতকাল আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রা২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯ জন। বৃহস্পতিবার মৃত-১, শুক্রবার মৃত-১।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। বৃহস্পতিবার মৃত-০, শুক্রবার মৃত-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৮৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৭ জন। বৃহস্পতিবার মৃত-০, শুক্রবার মৃত-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৯ জন। বৃহস্পতিবার মৃত-০, শুক্রবার মৃত-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৯ জন। বৃহস্পতিবার মৃত-২, শুক্রবার মৃত-১।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৩ জন। বৃহস্পতিবার মৃত-০, শুক্রবার মৃত-১।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৭ জন। বৃহস্পতিবার মৃত-২, শুক্রবার মৃত-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৭ জন। বৃহস্পতিবার মৃত-১, শুক্রবার মৃত-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ১৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৯ জন। বৃহস্পতিবার মৃত-২, শুক্রবার মৃত-২।

হুগলি– গতকাল আক্রান্ত ১৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৯ জন। বৃহস্পতিবার মৃত-৬, শুক্রবার মৃত-৩।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৪৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১৮ জন। বৃহস্পতিবার মৃত-১৭, শুক্রবার মৃত-১৫।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ১৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৭ জন। বৃহস্পতিবার মৃত-৮, শুক্রবার মৃত-৪।

কলকাতা– গতকাল আক্রান্ত ৩৬৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১৫ জন। বৃহস্পতিবার মৃত-১১, শুক্রবার মৃত-১১।