Bratya Basu: সার্চ কমিটির জন্য আচার্য বোসের প্রস্তাবিত তালিকা দেখে আশ্চর্য শিক্ষামন্ত্রী ব্রাত্য, কেন জানেন?

Bratya Basu: রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সিভি আনন্দ বোসের প্রস্তাবিত নামের তালিকায় রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির থেকে কেউ নেই। আর এই নিয়েই তীব্র আপত্তি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। কেন রাজ্যের বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানগুলি থেকে একজনেরও নাম নেই, আচার্যের প্রস্তাবিত তালিকায়, তা নিয়ে সরব শিক্ষামন্ত্রী।

Bratya Basu: সার্চ কমিটির জন্য আচার্য বোসের প্রস্তাবিত তালিকা দেখে আশ্চর্য শিক্ষামন্ত্রী ব্রাত্য, কেন জানেন?
সিভি আনন্দ বোস ও ব্রাত্য বসুImage Credit source: Facebook

| Edited By: Soumya Saha

Sep 28, 2023 | 7:57 PM

কলকাতা: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্য-রাজভবন সংঘাতের বাতাবরণ পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, সার্চ কমিটি তৈরি করে দেবে আদালতই। সেই মতো সব পক্ষের থেকে নামের প্রস্তাব জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। সার্চ কমিটির জন্য সেই প্রস্তাবিত নামগুলি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সিভি আনন্দ বোসের প্রস্তাবিত নামের তালিকায় রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির থেকে কেউ নেই। আর এই নিয়েই তীব্র আপত্তি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। কেন রাজ্যের বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানগুলি থেকে একজনেরও নাম নেই, আচার্যের প্রস্তাবিত তালিকায়, তা নিয়ে সরব শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলছেন, “রাজ্যপালের তালিকা যদি দেখেন, তাতে রাজ্যের একটি প্রতিষ্ঠানও নেই। আমাদের তালিকায় কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার আলাদা করে কোনও বাছবিচার করিনি। এটা খুবই আশ্চর্যের যে রাজ্যপাল এই রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষাবিদকেও খুঁজে পেলেন না। আসলে তাঁর হাতে পুতুলের মতো কিছু উপাচার্য খুঁজছিলেন, যাঁরা তাঁর কথায় উঠবেন-বসবেন, সেই প্রক্রিয়াই উনি জারি রাখতে চাইছেন।”

প্রসঙ্গত, উপাচার্য নিয়োগের সার্চ কমিটির জন্য আচার্য সিভি আনন্দ বোস যে পাঁচজন শিক্ষাবিদের নাম প্রস্তাব করেছেন, সেই তালিকায় রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির কেউ নেই। আইআইটি খড়্গপুরের দু’জন, দিল্লি আইআইটির একজন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের একজন এবং সুরজমল ব্রিজ ইউনিভার্সিটির একজন শিক্ষাবিদ রয়েছেন সেই তালিকায়।

অন্যদিকে রাজ্যের প্রস্তাবিত নামের তালিকায় রয়েছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, সংস্কৃত বিশ্ববিদ্যালয় ও বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। এছাড়া ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্সের দু’জন শিক্ষাবিদ।

বৃহস্পতিবার সন্ধেয় সাংবাদিকদের প্রশ্নে এই ফারাকের বিষয়টিই তুলে ধরেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যের প্রস্তাবিত নামের তালিকায় কেন্দ্রীয় সরকারের অধীনস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজ্যের অধীনস্ত শিক্ষাপ্রতিষ্ঠান উভয়ের প্রতিনিধিদেরই রাখা হয়েছে। কিন্তু আচার্য তথা রাজ্যপালের প্রস্তাবিত তালিকায় সেই প্রতিফলন নেই বলেই সরব শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।