কলকাতা: এবার কি রেশন স্লিপ ঘিরেও কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহ? গুঞ্জন ছড়িয়েছে, রেশনের স্লিপে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার নাম ব্যবহার করতে চাইছে কেন্দ্র। আর এই নিয়েই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক টানাপড়েন। রাজ্যের তরফে এর তীব্র বিরোধিতা করা হচ্ছে। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বক্তব্য, রাজ্য এই সিদ্ধান্তে আংশিক আপত্তি রয়েছে। বলছেন, কেন্দ্র শুধু চাল-গম দেয়, কিন্ত সেটা বণ্টন করে রাজ্য। যেহেতু কেন্দ্রের পাশাপাশি রাজ্যেরও ভূমিকা রয়েছে এখানে, তাই বিশ্ব বাংলার লোগোও সেখানে ব্যবহার হোক, দাবি রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের।
প্রসঙ্গত, রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও এই রেশন স্লিপ বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। তাঁর বক্তব্য, লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী এর মাধ্যমে নির্বাচনী প্রচার সারতে চাইছেন।
অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সপ ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু অবশ্য বলছেন, “ভারতের কোথাও প্রধানমন্ত্রীর ছবি দিয়ে এখনও পর্যন্ত কোনও স্লিপ আমাদের ৫ লাখ ৩৮ হাজার রেশন দোকান থেকে বেরোয়নি। আমরা রাজ্য সরকারের লাইসেন্স হোল্ডার। আমাদের লাইসেন্স কেন্দ্রীয় সরকার দেয়নি। রাজ্য সরকারের মাধ্যমে যে নির্দেশ আমাদের কাছে আসবে, সেই নির্দেশ আমরা পালন করব।”
যদিও রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলছেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার হবে। তৃণমূলের অধিকাংশ নেতা-মন্ত্রী নিরাপত্তাহীনতায় ভুগছেন। দলের মধ্যে তাঁদের বিশ্বাসযোগ্যতা নেই। সেই বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য যে যেভাবে পারছেন প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন। এসব কথার কোনও গ্রহণযোগ্যতাই নেই। মানুষ জানে কে কতটা কাজ করছে।”
কেন্দ্র চাইছে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের লোগো রাখতে। আবার রাজ্য চাইছে বাংলার লোগো রাখতে। আর এই নিয়েই এখন রাজ্য রাজনীতিতে বিতর্ক অব্যাহত। প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন্দ্র-রাজ্য এই সংঘাত ঘিরে সাধারণ মানুষের রেশন পেতে আবার নতুন করে কোনও সমস্যায় পড়তে হবে না তো?