Durga Puja: ঠাকুর দেখতে বেরচ্ছেন? দেখে নিন মমতার সরকারের ‘সেরার সেরা’ পুজোগুলি

Deeksha Bhuiyan | Edited By: Soumya Saha

Oct 19, 2023 | 5:40 PM

Durga Puja 2023: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দায়িত্বে আসার পর থেকেই দুর্গাপুজোকে আরও ব্যাপক আকারে নিয়ে গিয়েছেন। ২০১৩ সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকার এই 'শারদ সম্মান'-এর আয়োজন করে আসছে। এবার কোন পুজোগুলি পেল 'সেরার সেরা'-র স্বীকৃতি?

Durga Puja: ঠাকুর দেখতে বেরচ্ছেন? দেখে নিন মমতার সরকারের সেরার সেরা পুজোগুলি
মমতা বন্দ্যোরপাধ্যায় (ফাইল ছবি)
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: শহর ও শহরতলির সেরা পুজোগুলিকে পুরস্কৃত করল রাজ্য সরকার। পঞ্চমীর বিকেলে সাংবাদিক বৈঠক করে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ প্রাপকদের তালিকা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দায়িত্বে আসার পর থেকেই দুর্গাপুজোকে আরও ব্যাপক আকারে নিয়ে গিয়েছেন। ২০১৩ সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকার এই ‘শারদ সম্মান’-এর আয়োজন করে আসছে। এবার কোন পুজোগুলি পেল ‘সেরার সেরা’-র স্বীকৃতি?

কলকাতা ও শহরতলি মিলিয়ে মোট ৩৭টি দুর্গাপুজো কমিটিকে সেরার সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে শ্রীভূমি স্পোর্টিং, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, টালা প্রত্যয়, ত্রিধারা, কালীঘাট মিলন সংঘ, একডালিয়া এভারগ্রিন, হিন্দুস্তান পার্ক, বাবুবাগান, নাকতলা উদয়ন সংঘ, যোধপুর পার্ক ৯৫ পল্লি, দমদম পার্ক তরুণ দল, আহিরিটোলা, বড়িশা ক্লাব, বালিগঞ্জ কালচারাল, হাতিবাগান, মুদিয়ালী, কাশী বোস লেন, কলেজ স্কোয়ার-সহ শহর ও শহরতলির আরও অনেকগুলি পুজো।

সেরার সেরা ক্যাটেগরি ছাড়াও, আরও অনেকগুলি ক্যাটেগরি রাখা হয়েছে বিশ্ব বাংলা শারদ সম্মানে। যেমন সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা সাবেকি পুজো, সেরা পরিবেশ বান্ধব পুজো, সেরা ভাবনা, সেরা থিম সং ও বিশেষ সম্মান। সব মিলিয়ে মোট ১০৪টি দুর্গাপুজো কমিটিকে এবারের বিশ্ব বাংলা শারদ সম্মান দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কলকাতার দুর্গাপুজোকে ইতিমধ্যেই ইনট্যানজেবল কালচারাল হেরিটেজের স্বীকৃতি দিয়েছে ইউনেসকো। বাংলার শারদোৎসব এখন গোটা বিশ্বের কাছে পৌঁছে গিয়েছে। এবারও ইউনেসকোর প্রতিনিধি দল শহরে এসেছে। সঙ্গে এসেছেন বহু বিদেশি নাগরিকরাও। অতিথি আপ্যায়নে যাতে কোনও খামতি না থাকে, তার জন্য ইতিমধ্যেই পুলিশ-প্রশাসনকে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Next Article