
কলকাতা: ভোটের আগে আমলা স্তরে সংস্কারের সিদ্ধান্ত রাজ্য সরকারের। সেই মর্মে একটি নির্দেশিকাও জারি করল নবান্নের পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতর। মঙ্গলবার এই নয়া নির্দেশিকা জারি করেছে নবান্ন। যার মাধ্যমে রাজ্যজুড়ে আমলা স্তরে দেখা যাবে বড় রদবদল। এছাড়াও তৈরি হয়েছে ১৪০টি নতুন পদ।
রাজ্য়ের সর্বোচ্চ প্রশাসনিক ভবন থেকে জারি হওয়া এই নির্দেশিকায় বলা হয়েছে রাজ্যের যুগ্ম সচিব এবং বিশেষ সচিব স্তরে মোট ১৪০টি নতুন পদ তৈরিতে অনুমোদন দেওয়া হয়েছে। যার জেরে এবার বিশেষ সচিব পদে আসন বাড়ল বাড়তি ৪০টি। সুতরাং এই স্তরে মোট অনুমোদিত পদের সংখ্য়া দাঁড়াল ১৪০টি।
অন্যদিকে, যুগ্ম সচিব বা জয়েন্ট সেক্রেটারি পদে জুড়ে গেল অতিরিক্ত ১০০টি পদ। ফলত রাজ্য়ে এই পদের মোট সংখ্য়া বেড়ে হল ৩৫০টি। এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যুগ্ম সচিব স্তরের মোট ৩৫০টি পদের মধ্য়ে ৪০ শতাংশ অর্থাৎ ১৪০টি পদকে রূপান্তর করে অতিরিক্ত সচিব স্তরে উন্নীত করা হল। বলা যেতে পারে, রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে WBCS (এক্সিকিউটিভ) ক্য়াডারে একটা বড় রদবদল দেখা যেতে বলেছে।
নবান্ন সূত্রে খবর, পদসংখ্যা বৃদ্ধির কথা অনেক দিন ধরেই ভাবনায় নিয়ে আসা হয়েছিল। সদ্য তৈরি হওয়া ১৪০টি নতুন পদের জন্য অর্থমন্ত্রক তরফেও অনুমতি মিলে গিয়েছে। যার জেরে দীর্ঘদিন ধরে WBCS অফিসারদের মধ্য়ে পদোন্নতি নিয়ে যে আক্ষেপ তৈরি হয়েছিল, তাও কিছুটা প্রশমিত হবে। পাশাপাশি, উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে কাজের ভারসাম্য তৈরি হবে, গতিও বাড়বে।