Calcutta High Court: এবার ১০০ দিনের কাজের বকেয়া চেয়ে হাইকোর্টে রাজ্য

Calcutta High Court: এই ১০০ দিনের কাজ বন্ধ নিয়ে মামলাতেই হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ গত ১৮ জুন নির্দেশ দিয়েছিল, ১ অগস্ট থেকে পশ্চিমবঙ্গে আবার ১০০ দিনের কাজ শুরু করতে হবে। তবে হাইকোর্ট জানিয়েছিল, ১০০ দিনের কাজ শুরু করার জন্য যে কোনও শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র।

Calcutta High Court: এবার ১০০ দিনের কাজের বকেয়া চেয়ে হাইকোর্টে রাজ্য
কলকাতা হাইকোর্টImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 14, 2025 | 9:39 PM

কলকাতা: হাইকোর্ট ১০০ দিনের কাজ শুরুর নির্দেশ দিয়েছে। তারপরও কেন্দ্র একশো দিনের কাজে বকেয়া টাকা দিচ্ছে না বলে কয়েকদিন আগেই সরব হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ২০২২ সালের মার্চ পর্যন্ত ১০০ দিনের কাজের বকেয়া টাকা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। রাজ্যের বক্তব্য, ১০০ দিনের কাজের মামলার সময় ওই টাকা দিয়ে দেবে বলে কেন্দ্র জানিয়েছিল। তারপরও টাকা মেলেনি। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের এজলাসে মামলার শুনানি হবে।

বাংলায় একশো দিনের কাজ বন্ধ রাখা নিয়ে যুযুধান দুই রাজনৈতিক দল তৃণমূল ও বিজেপির মধ্যে অনেকদিন ধরেই চাপানউতোর চলছে। কেন্দ্র ইচ্ছে করে ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে বলে সরব রাজ্যের শাসকদল। অন্যদিকে, বিজেপির বক্তব্য, তৃণমূলের দুর্নীতির জন্যই ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র।

এই ১০০ দিনের কাজ বন্ধ নিয়ে মামলাতেই হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ গত ১৮ জুন নির্দেশ দিয়েছিল, ১ অগস্ট থেকে পশ্চিমবঙ্গে আবার ১০০ দিনের কাজ শুরু করতে হবে। তবে হাইকোর্ট জানিয়েছিল, ১০০ দিনের কাজ শুরু করার জন্য যে কোনও শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র। ওই মামলার শুনানির সময় কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, ২০২২ সালের মার্চ পর্যন্ত বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে।

রাজ্যের শাসকদলের অভিযোগ, হাইকোর্ট নির্দেশ দিলেও এখন বাংলায় একশো দিনের কাজ শুরু হয়নি। বকেয়া টাকাও কেন্দ্র দেয়নি বলে অভিযোগ রাজ্যের। এদিন রাজ্যের তরফে ১০০ দিনের কাজে বকেয়া ৪ হাজার ৫৬৩ কোটি টাকা চেয়ে আবেদন করা হয়। রাজ্যের তরফে বলা হয়, কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের পোর্টালই বলছে, ২০১৭-১৮ অর্থবর্ষ থেকে ২০২১-২২ অর্থবর্ষ পর্যন্ত একশো দিনের কাজে বাংলা কেন্দ্রের কাছ থেকে ৪ হাজার ৫৬৩ কোটি টাকা পাবে। সেই টাকা চেয়েই এবার প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন জানাল রাজ্য।