
আবহাওয়ার সতর্কবার্তাImage Credit source: TV9 Bangla
কলকাতা: কালীপুজো মিটতে না মিটতেই ফের দুর্যোগের আশঙ্কা। বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানেও। ২১ নভেম্বর থেকে দুর্যোগ কমার সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় আগামী কয়েকদিনের জন্য কৃষকদের উদ্দেশে বিশেষ সতর্কবার্তা দিয়ে রাখল রাজ্য সরকার।
দুর্যোগের খবর আসার সঙ্গে সঙ্গেই চিন্তায় ঘুম উড়েছে কৃষকদের। আমন ধানের মরশুম চলছে। ঝড়-বৃষ্টির সময় ফসল কীভাবে বাঁচাবেন, সেই চিন্তাই জাঁকিয়ে বসেছে মাথায়। এমন অবস্থায় কী করণীয়, সেই বিষয়ে পরামর্শ দিয়ে রাখল রাজ্য সরকারের কৃষি বিভাগ।
- যদি আমন ধান ইতিমধ্যে পেকে গিয়ে থাকে, তাহলে দ্রুত সেগুলি কেটে সুরক্ষিত জায়গায় রাখার জন্য বলা হয়েছে। বৃষ্টির জল লাগবে না, এমন কোনও জায়গায় ধান রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে।
- ধান কাটার ক্ষেত্রে কম্বাইন্ড প্যাডি হারভেস্টার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, যাতে অল্প সময়েই ধান কেটে ঘরে তোলা যায়। প্রয়োজনে জেলায় কৃষি যন্ত্র ভাড়া কেন্দ্রের সঙ্গে যোগাযোগের কথাও বলা হয়েছে।
- কারও যদি আলু চাষের চিন্তাভাবনা থাকে, তাহলে আলু বসানো আপাতত এক সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরে আবহাওয়ার উন্নতি হলে পরিস্থিতি বুঝে আলু বসানোর কথা বলা হয়েছে।
- এই সময়ে কোনও সার বা কীটনাশক না ব্যবহারের জন্য বলা হয়েছে। বৃষ্টি হলে সার বা কীটনাশক ধুয়ে যেতে পারে।
- কোথাও ক্ষেতে সবজি পেকে গিয়ে থাকলে, সেগুলি দ্রুত তুলে নেওয়ার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে সরকারের তরফে। সবজির মাচা কিংবা পানের বরজ যাতে ঝড় বৃষ্টির সময় ভেঙে না যায়, সেজন্য এগুলি মেরামত করে নেওয়ার জন্যও বলা হয়েছে।
- কোনও ক্ষেতে সবজি বা আলু বসানো থাকলে, সেখানে যাতে জল না জমে, সেগুলির দিকে নজর দিতে বলা হয়েছে।