AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Waqf Amendment Act: ওয়াকফ সংশোধনী আইন মানল রাজ্য, দিল বড় নির্দেশ

West Bengal Govt on Waqf Amendment Act: ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়। বাংলারও একাধিক জায়গায় প্রতিবাদ হয়। সুপ্রিম কোর্টেও ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে একাধিক মামলা হয়। তবে সংশোধিত ওয়াকফ আইনের উপর সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করেনি শীর্ষ আদালত।

Waqf Amendment Act: ওয়াকফ সংশোধনী আইন মানল রাজ্য, দিল বড় নির্দেশ
ফাইল ফোটোImage Credit: Social Media
| Edited By: | Updated on: Nov 28, 2025 | 12:53 PM
Share

কলকাতা: তীব্র প্রতিবাদ। কেন্দ্রকে আক্রমণ। তারপরও সংসদে পাশ হয় বিল। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর তা আইনে পরিণত হয়। তার মাস সাতেক পর অবশেষে ওয়াকফ সংশোধনী আইন (Waqf Amendment Act 2025) মেনে নিল রাজ্য সরকার। রাজ্যের ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত সব তথ্য (Waqf property) সেন্ট্রাল পোর্টালে আপলোড করতে সব জেলাশাসককে নির্দেশ দিল নবান্ন। জানা গিয়েছে, সব জেলাশাসকের কাছে বৃহস্পতিবার সন্ধেয় চিঠি পাঠিয়েছেন সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের সচিব পি বি সালিম।

চলতি বছরের এপ্রিলের শুরুতে ওয়াকফ সংশোধনী বিল পাশ হয় সংসদের দুই কক্ষে। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই বিলে স্বাক্ষর করেন। দেশজুড়ে ওয়াকফ সংশোধনী আইন লাগু হয়। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাজ্যে লাগু হবে না এই আইন। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়। বাংলারও একাধিক জায়গায় প্রতিবাদ হয়। সুপ্রিম কোর্টেও ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে একাধিক মামলা হয়। তবে সংশোধিত ওয়াকফ আইনের উপর সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করেনি শীর্ষ আদালত। ওই আইনের দুটি ধারা নিয়ে আপত্তি জানিয়ে সেগুলি স্থগিত রাখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

Waqf Amendment Act Letter

সব জেলাশাসককে তথ্য আপলোডের জন্য নির্দেশিকা

বিশেষজ্ঞরা বলছেন, শীর্ষ আদালত ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ না দেওয়ায় এই আইন মানতে হবে সব রাজ্যকে। দেশের সব নিবন্ধিত ওয়াকফ সম্পত্তির তথ্য ৬ মাসের মধ্যে কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হত। এই সময়সীমা শেষ হচ্ছে আগামী ৫ ডিসেম্বর। তাই, তড়িঘড়ি রাজ্য সরকারের তরফে সব তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে বলা হল। নবান্নের নির্দেশ, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ‘umeedminority.gov.in’ পোর্টালে রাজ্যের জেলা ধরে ধরে ওয়াকফ সম্পত্তির খতিয়ান বা তথ্য আপলোড করতে হবে।