WB Govt: পুজোর আগেই পড়ুয়াদের ১০ হাজার টাকার ‘উপহার’, আজ থেকেই টাকা দেবে রাজ্য সরকার

সুমন মহাপাত্র | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 04, 2024 | 12:43 PM

Tablet: সেপ্টেম্বর মাসেই রাজ্য সরকারের এই ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু রাজ্যের বন্যা পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল। আজ, দ্বিতীয়াতে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হল যে পুজোর আগেই একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হবে।

WB Govt: পুজোর আগেই পড়ুয়াদের ১০ হাজার টাকার উপহার, আজ থেকেই টাকা দেবে রাজ্য সরকার
প্রতীকী চিত্র
Image Credit source: Meta AI

Follow Us

 কলকাতা: দেবী পক্ষ শুরু হতেই সুখবর। দ্বিতীয়াতেই বড় ঘোষণা রাজ্য সরকারের। দুর্গা পুজোর মধ্যেই মিলবে ট্যাবের টাকা। আজ, শুক্রবার থেকেই ট্যাবলেট কেনার জন্য একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে ঢুকবে।

নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে, দুর্গাপুজোর আগেই পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হবে। ১৬ লক্ষ পড়ুয়ার অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। এর জন্য মোট ১৩৩ কোটি ৫৭ লক্ষ ৯০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে বলেই জানা গিয়েছে।

সেপ্টেম্বর মাসেই রাজ্য সরকারের এই ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু রাজ্যের বন্যা পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল। আজ, দ্বিতীয়াতে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হল যে পুজোর আগেই একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হবে।

রাজ্য সরকারের তরফে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘তরুণের স্বপ্ন’। এই প্রকল্পের মাধ্যমে ডিজিটাল শিক্ষার উপরেই জোর দিতে চেয়েছে সরকার। প্রথমে কেবল দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাবলেট কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও, পরে একাদশ শ্রেণির পড়ুয়াদেরও অন্তর্গত করা হয়।

সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পড়ুয়ারা এই ট্যাবের টাকা পায়। পাশাপাশি মাদ্রাসা ও সংখ্যালঘু স্কুলের পড়ুয়ারাও এই প্রকল্পের সুবিধা পায়।

Next Article