Fake Medicine: জাল ওষুধকাণ্ডে বড় পদক্ষেপ বাংলার, বিজেপি শাসিত ২ রাজ্যকে চিঠি পাঠাল নবান্ন

Deeksha Bhuiyan | Edited By: সঞ্জয় পাইকার

Mar 29, 2025 | 11:14 PM

Fake Medicine: জাল ওষুধের তদন্ত করতে গিয়ে বিহার, উত্তর প্রদেশের মতো একাধিক রাজ‍্যের নাম পাওয়া গিয়েছে। মূলত এই সব জায়গাগুলি থেকে জাল ওষুধ তৈরি হয়ে এই রাজ্যে ঢুকছিল বলে জানা গিয়েছে।

Fake Medicine: জাল ওষুধকাণ্ডে বড় পদক্ষেপ বাংলার, বিজেপি শাসিত ২ রাজ্যকে চিঠি পাঠাল নবান্ন
প্রতীকী ছবি
Image Credit source: Meta AI

Follow Us

কলকাতা: জাল ওষুধ নিয়ে এবার বিহার ও উত্তর প্রদেশ সরকারকে চিঠি দিল রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের খবর, নবান্নের তরফে পাঠানো চিঠি বিজেপি শাসিত দুই রাজ্যকে আবেদন করা হয়েছে, জাল ওষুধকাণ্ডে রাজ‍্যগুলি নিজেরা তদন্ত করার পরে সেই রিপোর্ট পাঠালে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তদন্ত এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। নবান্ন সূত্রে খবর, চিঠি দেওয়া হবে বিজেপি শাসিত দিল্লি সরকারকেও।

রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অভিযানে হাওড়ার আমতা-সহ উত্তর ২৪ পরগনা, মালদহের বিভিন্ন জায়গা থেকে জাল ওষুধ উদ্ধার হয়েছে। জাল ওষুধের কারবারিকে গ্রেফতারও করা হয়েছে। রাজ্য ড্রাগ কন্ট্রোলের আবেদন মেনে আদালতের নির্দেশে ঘটনার তদন্তে নেমেছে সিআইডি-ও।

জাল ওষুধের তদন্ত করতে গিয়ে বিহার, উত্তর প্রদেশের মতো একাধিক রাজ‍্যের নাম পাওয়া গিয়েছে। মূলত এই সব জায়গাগুলি থেকে জাল ওষুধ তৈরি হয়ে এই রাজ্যে ঢুকছিল বলে জানা গিয়েছে। সেইসমস্ত তথ‌্য উল্লেখ করেই প্রয়োজনীয় রিপোর্ট চেয়ে রাজ্যগুলির কাছে আবেদন করা হয়েছে। আর তার জেরেই রাজ্য সরকারের তরফ থেকে এই রাজ‍্যগুলিকে চিঠি দিয়ে তদন্ত রিপোর্ট চাইল নবান্ন। পশ্চিমবঙ্গ সরকারের চিঠির পরিপ্রেক্ষিতে ওই দুই রাজ্যের সরকার কী পদক্ষেপ করে, সেটাই এখন দেখার।

এই খবরটিও পড়ুন

 

Next Article