TV9 EXCLUSIVE: ‘এখন মূল্যায়নের সময় নয়, অ্যাকশন নেওয়ার সময়’, আইন-শৃঙ্খলা প্রসঙ্গে বললেন রাজ্যপাল

Sayanta Bhattacharya | Edited By: Soumya Saha

Apr 01, 2023 | 10:50 PM

CV Ananda Bose: টিভি নাইন বাংলায় একান্ত ফোনালাপে রাজ্যপাল বললেন, 'বর্তমানে কোনও মন্তব্য করার বা কোনও মূল্যায়ন করার সময় নয়। এটা অ্য়াকশন নেওয়ার সময়।'

TV9 EXCLUSIVE: এখন মূল্যায়নের সময় নয়, অ্যাকশন নেওয়ার সময়, আইন-শৃঙ্খলা প্রসঙ্গে বললেন রাজ্যপাল
রাজ্যপাল সিভি আনন্দ বোস

Follow Us

কলকাতা: হাওড়ার অশান্তি (Howrah Chaos) ও গোলমালের পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। স্বাভাবিক ছন্দে ফিরছে হাওড়ার শিবপুর ও আশপাশের এলাকা। কিন্তু পশ্চিমবঙ্গের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি (Law and Order Situation) কি স্বাভাবিক রয়েছে? সম্প্রতি চোপড়া ও রানিনগরে তিনজনের মৃত্যু হয়েছে। অভিযোগ উঠছে রাজনৈতিক গোষ্ঠীকোন্দলের কারণেই এই পরিণতি হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) কীভাবে দেখছেন রাজ্যের আইন-শৃঙ্খল পরিস্থিতি? তাঁর নজরে কি বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে? নাকি অবনতি হয়েছে? সেসব জানতে টিভি নাইন বাংলার প্রতিনিধি ফোনে যোগাযোগ করেছিলেন রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে। কী বলছেন রাজ্যপাল? টিভি নাইন বাংলায় একান্ত ফোনালাপে রাজ্যপাল বললেন, ‘বর্তমানে কোনও মন্তব্য করার বা কোনও মূল্যায়ন করার সময় নয়। এটা অ্য়াকশন নেওয়ার সময়।’

রাজ্যপাল সিভি আনন্দ বোস স্পষ্ট জানালেন, ‘যদি কোথাও আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার মতো ঘটনা ঘটে, তাহলে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আবার স্বাভাবিক করা যায়। আর সেই কাজটাই করা হচ্ছে।’ অর্থাৎ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কোনওভাবেই বরদাস্ত করবেন না তিনি, সেটাই বুঝিয়ে দিলেন। পাশাপাশি হাওড়ার গোলমালের বিষয়েও প্রশ্ন করা হয়েছিল রাজ্যপালকে। হাওড়ায় যে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল, তা কি পূর্বপরিকল্পিতভাবে হয়েছিল? নাকি পুলিশের ব্যর্থতাই দায়ী এই গোলমালের জন্য? রাজ্যের সাংবিধানিক প্রধান কোন নজরে দেখছেন গোটা ঘটনাটি? রাজ্যপাল অবশ্য বলছেন, ‘এখন বিশ্লেষণ করার বা কার উপর দোষ চাপানো হবে, সেটা দেখার সময় নয়। এখন পজিটিভ অ্যাকশন নেওয়ার সময়, আর সেটাই করা হচ্ছে।’

উল্লেখ্য, শিবপুরের গোলমালের কথা যখন প্রথম মুখ্যমন্ত্রীর কানে গিয়েছিল, তখন তিনি রেড রোডের ধরনা মঞ্চে। তখনও তিনি পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। যদিও রাজ্যপাল এখনই বিষয়টি নিয়ে বিশ্লেষণ করার বা কাউকে দোষারোপ করার সময় নয়। এখন সময় পজিটিভ অ্যাকশনের এবং তা করা হচ্ছে বলেই জানাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Next Article