কলকাতা: জরুরি তলবে দিল্লিতে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শনিবার সকালের বিমানে রাজধানী উড়ে যান তিনি। আচমকা তাঁর এই দিল্লি সফর ঘিরে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। গত মাসেও দিল্লি গিয়েছিলেন ধনখড়। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎও করেন। এক মাসের মধ্যে হঠাৎ কেন তাঁকে দিল্লি ডেকে পাঠানো হল, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে।
শনিবার সকাল ১০.৪৬-এর বিমানে দিল্লিতে রওনা দেন জগদীপ ধনখড়। এর আগে যতবার তিনি দিল্লি গিয়েছেন, টুইট করে তার ‘উদ্দেশ্য’ জানিয়েছেন। গত মাসেও দিল্লি যাওয়ার আগে বিস্তারিত লেখেন টুইটারে। উল্লেখযোগ্য ভাবে, এদিনের দিল্লি সফর সংক্রান্ত কোনও উল্লেখই নেই ধনখড়ের টুইটার হ্যান্ডেলে। বরং কলকাতা ছাড়ার আগে গীতার বাণীতে ভরে উঠেছে তাঁর প্রোফাইল।
ভগবত গীতার অমোঘ সেই বাণী ‘কর্মন্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন’, এদিন ধনখড়ের টুইটে দেখা গিয়েছে। রাজ্যপাল লিখেছেন, ‘কাজ করে যাও, ফলের আশা করো না।’ গীতার এই শব্দবন্ধের আড়ালে কী বার্তা প্রচ্ছন্ন তা এখনও স্পষ্ট নয়। তবে তড়িঘড়ি রাজ্যপালের এ ভাবে দিল্লি যাওয়া বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन |
मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि ||Do your duty, but do not concern yourself with results.
Fruits of your actions are not for your enjoyment.
Even while working, give up the pride of doership.
Do not be attached to inaction.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 17, 2021
উল্লেখযোগ্য ভাবে, গত কয়েকদিনে রাজ্যপালের টুইটে সে ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিংবা পুলিশ প্রশাসনকে নিয়ে কোনও আত্মমনাত্মক লেখা নজরে আসেনি। সম্প্রতি হাওলাকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরব হওয়ার ঘটনা, বিধানসভায় বিজেপি বিধায়কদের হট্টগোলে মাঝ পথেই ভাষণ শেষ করে রাজ্যপালের অধিবেশন কক্ষ ছাড়া, জাতীয় মানবাধিকার কমিশনের বিস্ফোরক রিপোর্ট, মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান পদ নিয়ে জটিলতা একাধিক বিষয়ে বাংলার রাজনীতি যখন ফুটছে, তখন কিছুটা নীরবই থাকছেন রাজ্যপাল। এরই মধ্যে শনিবার তাঁর দিল্লি যাওয়া। স্বভাবতই জল্পনার পারদ চড়ছে। আরও পড়ুন: ‘ছাত্র জীবনে এবিভিপি, যুব মোর্চারও সদস্য’, মানবাধিকার কমিশন কর্তা আতিফ রশিদের ‘গেরুয়া যোগ’ মনু সিংভির টুইটে