Sadhan Pande: মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুতে সোমবার অর্ধ দিবস ছুটি রাজ্যে

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Feb 20, 2022 | 7:50 PM

Sadhan Pande Death: উন্নত মানের চিকিৎসার জন্য তাঁকে মুম্বইয়ের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না। মুম্বইয়ের ওই হাসপাতালের বেডে শুয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মন্ত্রী।

Sadhan Pande: মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুতে সোমবার অর্ধ দিবস ছুটি রাজ্যে
প্রয়াত সাধন পান্ডে

Follow Us

কলকাতা : প্রয়াত হয়েছেন রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে (Sadhan Pande Death)। তাঁর মৃত্যুতে সোমবার অর্থাৎ ২১ ফেব্রুয়ারি অর্ধ দিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। দুপুর দুটো থেকে ছুটি ঘোষণা করা হয়েছে নবান্নের তরফে। উল্লেখ্য, রবিবার সকালেই প্রথম দুঃসংবাদটি আসে। মুম্বইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী হিসেবে যথেষ্ট সফল ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাট সামলানোর কাজে অনেকটা ভরসা করতেন সাধনবাবুকে। তাঁর এই হঠাৎ প্রয়াণে শোকস্তব্ধ মমতাও। প্রয়াত ক্রেতা সুরক্ষা মন্ত্রীকে সম্মান জানাতে আগামিকাল অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে নবান্ন। দীর্ঘ কয়েক মাস ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সাধন পাণ্ডে। গতবছরেই মানিকতলার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। ধরা পড়েছিল ফুসফুসের সংক্রমণ। উন্নত মানের চিকিৎসার জন্য তাঁকে মুম্বইয়ের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না। মুম্বইয়ের ওই হাসপাতালের বেডে শুয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মন্ত্রী।

বর্ষীয়ান মন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যপাল জগদীপ ধনখড় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। রাজনীতির গণ্ডি পেরিয়েও ব্যক্তিগত স্তরে বেশ সুসম্পর্ক ছিল রাজ্যপাল ও সাধন পাণ্ডের। বর্ষীয়ান নেতার প্রয়াণে শোক প্রকাশ করে টুইটে এমনটাই লিখেছেন রাজ্যপাল। বিগত প্রায় চার দিন ধরে শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছিল সাধন পান্ডের। শনিবার রাতে সাধন কন্যা শ্রেয়া পাণ্ডের এক পোস্ট ঘিরেই জল্পনা ছড়িয়েছিল। এরপর রবিবার সকালেই মন্ত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।

সাধন পান্ডের মরদেহ রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবে। সেখান থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে তপসিয়ার পিস ওয়ার্ল্ডে। রবিবার রাতে সেখানেই শায়িত থাকবে তাঁর দেহ। আগামিকাল কখন তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে, তা অবশ্য এখনও জানা যায়নি। এদিকে রাজ্যের মন্ত্রীর প্রয়াণে তাঁকে শ্রদ্ধা জানাতে সোমবার রাজ্যের সব সরকারি দফতর ও স্কুল অর্ধ দিবস ছুটি থাকবে।

আরও পড়ুন : AMTA Student Death: কে আনিস খান? এই মুসলিম ছাত্রের মৃত্যুকে কেন ‘রাজনৈতিক খুন’ বলা হচ্ছে?

 

 

Next Article