Health Department: ‘জালিয়াতি’ করে স্বাস্থ্য দফতরে চাকরি? ধরা পড়তেই ছাঁটাই ৪

Health Department: বিশেষভাবে সক্ষমের ভুয়ো শংসাপত্র দেখিয়ে চাকরি বাগিয়ে নিয়েছিলেন চার জন। চার জনের মধ্যে দু'জন পুরুষ ও দু'জন মহিলা। বিষয়টি ধরা পড়তেই এবার কড়া পদক্ষেপ করল স্বাস্থ্য ভবন। পুজোর মুখে চাকরি খারিজ হল ওই চার জনের।

Health Department: 'জালিয়াতি' করে স্বাস্থ্য দফতরে চাকরি? ধরা পড়তেই ছাঁটাই ৪
স্বাস্থ্য ভবনImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2023 | 5:34 PM

কলকাতা: স্বাস্থ্য দফতরের (Health Department) চাকরিতেও এবার জালিয়াতির হদিশ। বিশেষভাবে সক্ষমের ভুয়ো শংসাপত্র দেখিয়ে চাকরি বাগিয়ে নিয়েছিলেন চার জন। চার জনের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন মহিলা। বিষয়টি ধরা পড়তেই এবার কড়া পদক্ষেপ করল স্বাস্থ্য ভবন (Swastha Bhavan)। পুজোর মুখে চাকরি খারিজ হল ওই চার জনের। ওই চারজন স্বাস্থ্য দফতরের অধীনে হোমিওপ্যাথি ফার্মাসিস্ট (Homoeopathy Pharmacist) পদে বহাল তবিয়তে কাজ করে যাচ্ছিলেন। এবার তাতে ছেদ পড়ল। মঙ্গলবারই স্বাস্থ্য দফতরের থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে ওই চারজনের চাকরি খারিজের বিষয়টি জানানো হয়েছে।

চাকরি বাতিল হওয়া এই চারজনের মধ্যে একজনের বাড়ি ঝাড়খণ্ডের রাঁচিতে। তাঁর শারীরিক প্রতিবন্ধকতা মাত্র ১২ শতাংশ। বাকি তিনজন কলকাতা শহর ও শহরতলির বাসিন্দা। এদের তিন জনের কোনও শারীরিক প্রতিবন্ধকতাই নেই। স্বাস্থ্য ভবনের বিজ্ঞপ্তিতে এমনই বলা হচ্ছে। স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছে, এই শূন্য শতাংশ কিংবা স্বল্প শতাংশের প্রতিবন্ধকতার কারণে চাকরি বাতিল করা হচ্ছে।

উল্লেখ্য, স্বাস্থ্য ভবনে চাকরি পাইয়ে দেওয়ার নামে কিছুদিন আগেই এক প্রতারণা চক্রের সন্ধান পেয়েছিল পুলিশ। চাকরির টোপ দিয়ে দফায় দফায় এক ব্যক্তির থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। স্বাস্থ্য দফতরের গ্রুপ ডি পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে ওই প্রতারণা চক্র চলছিল। চাকরির টোপ দিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। সেই ঘটনার প্রেক্ষিতে বিধাননগর দক্ষিণ থানায় পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছিল। তেড়েফুঁড়ে তদন্ত শুরু করেছিল পুলিশও। ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছিল।