
কলকাতা: নিজের রাজ্যের শিক্ষা ব্যবস্থার ওপর কি আস্থা নেই বাংলার পড়ুয়াদের? ঠিক চার মাসের ব্যবধান। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে বসেছিলেন কৃতীরা। চার মাস পর শুক্রবার বেরল জয়েন্ট এন্ট্রান্সের ফল। তাও বহু আদালতের গণ্ডি পেরিয়ে। তার মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছিল, এতদিন কি অপেক্ষা করে বসে থাকবেন কৃতীরা? নাকি ভিন রাজ্যে পাড়িয়ে দেবেন! রেজাল্ট তো বেরল, আর সত্যি হল আশঙ্কা। কারণ ততক্ষণে বাংলার কৃতী ছাত্রছাত্রীরা ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন। জয়েন্ট এন্ট্রান্সে ফল প্রকাশে দেরি হওয়ায় অন্য রাজ্যে বাংলার মেধা। মেধাতালিকায় প্রথম ১০ জনই কেউ পড়ছেন IIT খড়্গপুর, কেউ আবার একেবারেই ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন। সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা দিয়ে সবাই রাজ্যের বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন। মেধাতালিকার পরের দিকেই একই হাল। উচ্চশিক্ষার জন্য দিল্লি, মুম্বই, পুণে, বেঙ্গালুরুতে চলে গিয়েছেন। জয়েন্টের পরীক্ষার নির্ধারিত সময় ...