AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anit Thapa: প্রতীক পেল অনিত থাপার দল, এবার জোড়া মোমবাতিতে পঞ্চায়েতে লড়াই

Panchayet Election: পঞ্চায়েত ভোটের আগে ১৮ এপ্রিল সব জেলাশাসককে নিয়ে বৈঠকে বসবে রাজ্য নির্বাচন কমিশন। ভার্চুয়াল মোডে রাজ্য নির্বাচন কমিশনার এই বৈঠক করবেন।

Anit Thapa: প্রতীক পেল অনিত থাপার দল, এবার জোড়া মোমবাতিতে পঞ্চায়েতে লড়াই
অনিত থাপা।
| Edited By: | Updated on: Apr 13, 2023 | 5:37 PM
Share

কলকাতা: ত্রিস্তরীয় পঞ্চায়েত (Panchayet Election) ভোটে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সুপ্রিমো অনিত থাপা (Anit Thapa)। তার জন্য নির্বাচন কমিশনে প্রতীকের আবেদন করেছিলেন তিনি। রাজ্য নির্বাচন কমিশন সেই আবেদন মঞ্জুর করল। বৃহস্পতিবারই তাঁর দলকে জোড়া মোমবাতি প্রতীক দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোট ঘোষণা এখন সময়ের অপেক্ষা। পঞ্চায়েত ভোটের আগে ১৮ এপ্রিল সব জেলাশাসককে নিয়ে বৈঠকে বসবে রাজ্য নির্বাচন কমিশন। ভার্চুয়াল মোডে রাজ্য নির্বাচন কমিশনার এই বৈঠক করবেন। আগামী মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে হয়ত ভোটের নির্ঘণ্টও প্রকাশও হয়ে যেতে পারে।

এবার প্রায় দু’ দশক পার করে পাহাড়েও পঞ্চায়েত ভোটের তোড়জোড় চলছে। আর দার্জিলিং, কালিম্পংয়ে সেই পঞ্চায়েত ভোটে অংশ নিতে চায় অনিত থাপার দল। বহুদিনই ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দল হিসাবে রেজিস্ট্রার্ড। তবে তাদের নির্দিষ্ট কোনও প্রতীক ছিল না এতদিন। এদিকে ভোটে লড়তে চায় তারা। এবার জোড়া মোমবাতি প্রতীক দিল নির্বাচন কমিশন। গত সপ্তাহেই রাজ্য নির্বাচন কমিশনে গিয়েছিলেন অনিত। সেখানে প্রতীকের আবেদন জানান। সূত্রের খবর, তিনি নিজেই মোমবাতি প্রতীক চেয়েছিলেন। এবার প্রতীক পেলেন।

পাহাড়ের রাজনীতিতে এখন অনিত থাপার দল যথেষ্ট প্রাসঙ্গিক। জিটিএ নির্বাচন অনিতের শক্তি বাড়িয়েছিল, তারপর দার্জিলিং পুরসভার ভোটে জয় আরও কিছুটা শক্তি বাড়ায় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার। এবার অনিতের দল পঞ্চায়েত নির্বাচনের ময়দানেও নামতে চলেছে। ইতিমধ্যেই পাহাড়ে জনসংযোগও করছেন তিনি। কিছুদিন আগে কার্শিয়াঙে এক জনসভা থেকে দলের কর্মী সমর্থকদের ময়দানে নেমে পড়ার বার্তাও দিয়েছিলেন।

আগেই অনিত বলেছিলেন, “পশ্চিমবঙ্গে যখন পঞ্চায়েত ভোট হবে, তখন পাহাড়েও হবে।” জমি পাট্টা পাহাড়ে একটা বড় সমস্যা। ৮০ শতাংশ মানুষের কাছে জমির কাগজ নেই বলেই জানিয়েছিলেন অনিত। পঞ্চায়েত ভোটে এই ইস্যু যথেষ্ট তাৎপর্যপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছে পাকদণ্ডীর রাজনৈতিক মহল। এতদিন পর পাহাড়ে পঞ্চায়েত ভোট। সেই ভোটে লড়তে চলেছে আরও এক নতুন দল।