Ayan Shil Arrest: ইডির নজরে এবার অয়নের ‘বান্ধবী’, তিন মহিলার নামে ৫ অ্যাকাউন্ট!
Recruitment Scam: শনিবার রাত থেকে রবিবার গভীর রাত পর্যন্ত অয়ন শীলের সল্টলেকের ভাড়া বাড়িতে তল্লাশি চালায় ইডি।
সুজয় পাল ও অরিত্র ঘোষ
শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়ন শীল (Ayan Shil) গ্রেফতার হতেই এবার ইডির নজরে অয়নের বান্ধবী। ইডি সূত্রে খবর, অয়ন শীলের ৩২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ মিলেছে এখনও অবধি। তার মধ্যে এই বান্ধবীর নামেও একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। সেই বান্ধবীর নামও ইডির হাতে উঠে এসেছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে। তাঁর সঙ্গে ঠিক কত টাকার লেনদেন হয়েছিল, সেই অর্থের সঙ্গে এই দুর্নীতির যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছে ইডি। তদন্তকারীরা মনে করছেন, এই বান্ধবীর সঙ্গেও অয়নের আর্থিক লেনদেনে চাকরির টাকা থাকতে পারে। কারণ, নিয়োগকাণ্ডে যে টাকার কমিশন, তার প্রায় ৪-৫ কোটি টাকা শুধু আত্মীয় পরিজন নয়, একের অধিক মহিলার অ্যাকাউন্টেও গিয়েছে। ইডির হাতে গ্রেফতার হওয়া অয়ন শীলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ইতিমধ্যেই ইডির হাতে। ওই বান্ধবী ছাড়াও আরও দুই মহিলার অ্যাকাউন্টের খোঁজ মিলেছে।
শনিবার রাত থেকে রবিবার গভীর রাত পর্যন্ত অয়ন শীলের সল্টলেকের ভাড়া বাড়িতে তল্লাশি চালায় ইডি। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। এরপরই গভীর রাতে তাঁকে গ্রেফতার করে ইডি। সোমবার তাঁকে আদালতে তোলা হলে ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
ইডি সূত্রে খবর—
- অয়ন শীলের নামে আছে ৮টি অ্যাকাউন্ট রয়েছে
- যৌথ অ্যাকাউন্ট ২টি
- তিনজন মহিলার নামে রয়েছে ৫টি অ্যাকাউন্ট। যার মধ্যে আবার দু’টি অ্যাকাউন্ট অয়ন শীলের সঙ্গে যৌথ
- অয়ন শীল ছাড়াও দু’জন পুরুষের নামে ২টি অ্যাকাউন্টের খোঁজ
- অয়ন শীলের কোম্পানির নামেও ২টি অ্যাকাউন্ট রয়েছে
- সার্ভিস স্টেশনের নামে ৩টি অ্যাকাউন্ট
- ৯টি অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে। কিন্তু কার নামে, তার খোঁজে ইডি
- এছাড়াও একটি চেক বুক পাওয়া গেছে।