BJP: ‘দিলীপ ঘোষের জমানাই ভাল ছিল’, WhatsApp গ্রুপে ভারতীর ‘বোমা’য় তোলপাড় বিজেপি
BJP: অভিযোগ, গ্রুপে অগ্নিমিত্রা পলের একটি বক্তব্যের পর ভারতী ঘোষ এই মন্তব্য করেন। যদিও এ নিয়ে দলের মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পলকে জিজ্ঞাসা করা হলে, তিনি অবাক হয়ে যান।
অভিযোগ, গ্রুপে অগ্নিমিত্রা পলের একটি বক্তব্যের পর ভারতী ঘোষ এই মন্তব্য করেন। যদিও এ নিয়ে দলের মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পলকে জিজ্ঞাসা করা হলে, তিনি অবাক হয়ে যান। তিনি বলেন, “না আমাকে মেসেজ করা হয়নি। আমি তো জানিই না এ বিষয়টা।” সাংসদ লকেট চট্টোপাধ্যাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “এ ব্যাপারে আমি কিছু বলতে পারব না।”
যদিও দিলীপ ঘোষের বক্তব্য, “দলের একটা সিস্টেম হয়েছে। কী হয়েছে সেটা দেখা উচিত। উনি আমাদের কেন্দ্রীয় নেতা। দিল্লির যাঁরা অবজারভার আছেন, তাঁরা বলতে পারবেন খোঁজ নিয়ে।” অন্যদিকে বিষয়টি নিয়ে কিছু জানেন না বলেছেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এ নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “এদের তো নিজেদের মধ্যেই কোনও সংহতি নেই। ফলে রাজ্যের মানুষের মধ্যে সংহতি এনে ভোট নিয়ে যাবে কোনওদিনই হবে না। একজন অপরজনকে পছন্দ করেন না। দেখাই যাচ্ছে সব জায়গায় দ্বন্দ্ব, বিভাজন। নিজেরাই একত্রিত নয়, ভোট কীভাবে একত্রিত করবে।”
সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কথায়, “কে দিলীপ ঘোষ, কে ভারতী ঘোষ এ নিয়ে কেন কথা বলি বলুন তো। ভারতী ঘোষই তো বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের মা। এখন বলছেন দিলীপ ঘোষের জমানা ভাল ছিল।”