AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP: ‘দিলীপ ঘোষের জমানাই ভাল ছিল’, WhatsApp গ্রুপে ভারতীর ‘বোমা’য় তোলপাড় বিজেপি

BJP: অভিযোগ, গ্রুপে অগ্নিমিত্রা পলের একটি বক্তব্যের পর ভারতী ঘোষ এই মন্তব্য করেন। যদিও এ নিয়ে দলের মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পলকে জিজ্ঞাসা করা হলে, তিনি অবাক হয়ে যান।

BJP: 'দিলীপ ঘোষের জমানাই ভাল ছিল', WhatsApp গ্রুপে ভারতীর 'বোমা'য় তোলপাড় বিজেপি
ভারতী ঘোষ।
| Edited By: | Updated on: Jan 15, 2023 | 11:53 PM
Share

কলকাতা: রাজ্যে আসছেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কিন্তু তার আগে কি বঙ্গ বিজেপিতে ফের গোষ্ঠীকোন্দলের হাওয়া? বিজেপির একটি হোয়াটস অ্যাপ গ্রুপের কথোপকথন সম্প্রতি প্রকাশ্যে এসেছে। যেখানে ভারতী ঘোষ দরাজ সার্টিফিকেট দিয়েছেন দিলীপ ঘোষকে। বিজেপির রাজ্য সভাপতি হিসাবে দিলীপ ঘোষ কতটা ‘যথাযথ’ ছিলেন সে বার্তাই দিয়েছেন ভারতী। এরপরই প্রশ্ন উঠেছে, তবে কি সুকান্ত মজুমদারের যোগ্যতায় সন্দেহ রয়েছে বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ এই নেত্রীর? গত ৩০ ডিসেম্বর ‘বন্দে ভারত এক্সপ্রেস’-এর সূচনা হয় হাওড়া থেকে। দলের জাতীয় মুখপাত্র ভারতী ঘোষের অভিযোগ, ভিআইপি তালিকায় নাম থাকলেও কার্ডই পাননি তিনি। সেখানেই ভারতী ঘোষ লেখেন, ‘দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন তাঁর দায়িত্ববোধ ছিল প্রশংসনীয়। বহুবার তিনি ব্যক্তিগতভাবে ফোন করে জানিয়েছেন। কখনও বলে দিয়েছেন অমুক অমুক কার্যকর্তার কাছে কার্ড রয়েছে। হোয়াটসঅ্যাপে মেসেজও পাঠিয়ে দিতেন কোথাও কোনও সমস্যা হতো না।’

অভিযোগ, গ্রুপে অগ্নিমিত্রা পলের একটি বক্তব্যের পর ভারতী ঘোষ এই মন্তব্য করেন। যদিও এ নিয়ে দলের মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পলকে জিজ্ঞাসা করা হলে, তিনি অবাক হয়ে যান। তিনি বলেন, “না আমাকে মেসেজ করা হয়নি। আমি তো জানিই না এ বিষয়টা।” সাংসদ লকেট চট্টোপাধ্যাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “এ ব্যাপারে আমি কিছু বলতে পারব না।”

যদিও দিলীপ ঘোষের বক্তব্য, “দলের একটা সিস্টেম হয়েছে। কী হয়েছে সেটা দেখা উচিত। উনি আমাদের কেন্দ্রীয় নেতা। দিল্লির যাঁরা অবজারভার আছেন, তাঁরা বলতে পারবেন খোঁজ নিয়ে।” অন্যদিকে বিষয়টি নিয়ে কিছু জানেন না বলেছেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

এ নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “এদের তো নিজেদের মধ্যেই কোনও সংহতি নেই। ফলে রাজ্যের মানুষের মধ্যে সংহতি এনে ভোট নিয়ে যাবে কোনওদিনই হবে না। একজন অপরজনকে পছন্দ করেন না। দেখাই যাচ্ছে সব জায়গায় দ্বন্দ্ব, বিভাজন। নিজেরাই একত্রিত নয়, ভোট কীভাবে একত্রিত করবে।”

সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কথায়, “কে দিলীপ ঘোষ, কে ভারতী ঘোষ এ নিয়ে কেন কথা বলি বলুন তো। ভারতী ঘোষই তো বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের মা। এখন বলছেন দিলীপ ঘোষের জমানা ভাল ছিল।”