কলকাতা: জ্বর, সর্দিকাশি, শ্বাসকষ্টে প্রাণ ওষ্ঠাগত শিশুদের। একের পর এক বাচ্চাকে ভর্তি করা হচ্ছে বিভিন্ন হাসপাতালে। এরইমধ্যে কারও কারও শরীরে মিলছে অ্যাডিনো ভাইরাসের (Adenovirus) উপস্থিতিও। যা নিয়ে এবার বিধানসভায় সরব হল বিজেপি। বৃহস্পতিবার এ নিয়ে একটি মুলতুবি প্রস্তাবও জমা দেয় বিজেপি পরিষদীয় দল। তাদের বক্তব্য, কেন অ্যাডিনো ভাইরাস নিয়ে কোনও আলোচনা নেই বিধানসভায়? অ্যাডিনো ভাইরাস নিয়ে আলোচনা চেয়ে ১৮৫ ধারায় মুলতুবি প্রস্তাব জমা দেয় বিজেপি পরিষদীয় দল। এরপর অধিবেশন কক্ষে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই প্রস্তাব পাঠ করেন। প্রস্তাবে বলা হয়, অ্যাডিনো ভাইরাসে শিশুমৃত্যু হচ্ছে। এর মোকাবিলার পরিকাঠামো নেই হাসপাতালে। রাজ্য সরকার শিশুদের রক্ষা করতে ব্যর্থ।
যদিও এর পাল্টা স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘গত ৬ তারিখ মুখ্যমন্ত্রী অ্যাডিনো ভাইরাস নিয়ে সব তথ্য দিয়েছেন। কেউ যদি না থাকেন, তাঁর দোষ। মুখ্যমন্ত্রী যখন বলছিলেন, তখন থাকার দরকার ছিল। বিরোধীরা সেই সময় হাউজে কেউ ছিলেন না। রাজনীতি করছেন, অথচ থাকছেন না, মুখ্যমন্ত্রী যখন বলেন হাউজে থাকতে হয়।’
চন্দ্রিমার বক্তব্যের বিরোধিতায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘জ্ঞান শুনতে চাইনি’। এরপরই বিধানসভা কক্ষে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। যদিও চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘যখন শুনতে চেয়েছেন তখনই তো বলব।’ এরপরই বিজেপি বিধায়করা স্লোগান দিতে শুরু করেন। কখনও ‘শিশু মৃত্যু কেন হল সরকার জবাব দাও’, কখনও আবার ‘শিশুঘাতী সরকার আর নেই দরকার’। এই বিক্ষোভ-স্লোগানের মধ্যেই অধিবেশনের প্রথম পর্ব শেষ হয়।