Mamata Banerjee: বিধানসভায় মমতার হাত ছুঁয়ে খিলখিল হাসি পড়ুয়াদের, মুখ্যমন্ত্রীর সঙ্গে তুলল ছবি

Pradipto Kanti Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Feb 13, 2023 | 8:59 PM

WB Assembly: এদিন বিধানসভার দ্বিতীয়ার্ধে এসেছিল আমতার গাজিপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা।

Mamata Banerjee: বিধানসভায় মমতার হাত ছুঁয়ে খিলখিল হাসি পড়ুয়াদের, মুখ্যমন্ত্রীর সঙ্গে তুলল ছবি
বিধানসভায় মমতার ঘরে কচিকাঁচারা।

Follow Us

কলকাতা: বিধানসভায় পড়ুয়াদের মাঝে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। হাওড়া আমতার গাজিপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা সোমবার এসেছিল বিধানসভা দেখতে। ১১ জন ছাত্রী, সঙ্গে ৭ জন শিক্ষিকা। বিধানসভায় এসে একেবারে সামনে থেকে মুখ্যমন্ত্রীকে দেখে আপ্লুত ছাত্রীরা। হয় ফটোসেশনও। সবসময়ই কচিকাঁচাদের মাঝে একেবারে অন্য মুডে দেখা যায় রাজ্যের প্রশাসনিক প্রধানকে। এদিনও তার অন্যথা হয়নি। বিধানসভায় এখন বাজেট অধিবেশন চলছে। অধিবেশনের সময় বিভিন্ন স্কুল থেকে পড়ুয়ারা আসে বিধানসভার কার্যপ্রণালী দেখতে। ভিজিটর গ্য়ালারিতে বসে সমস্ত কিছু দেখার সুযোগ পায় তারা।

এদিন বিধানসভার দ্বিতীয়ার্ধে এসেছিল আমতার গাজিপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। গ্যালারিতে বসে তারা এদিন দেখেছে, কক্ষে কীভাবে বক্তব্য রাখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কী চরম হট্টগোল বিধানসভা কক্ষে, বিজেপি বিধায়কদের ওয়াক আউট, অধিবেশনে কেমন ভূমিকা ছিল শাসকদলের বিধায়কদের, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বা কীভাবে বিধানসভায় বক্তব্য রাখলেন।

এরপর অধিবেশন পর্ব শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজের ঘরে যান, তখন হাওড়ার আমতার বিধায়ক সুকান্ত পাল ওই পড়ুয়াদের নিয়ে মুখ্যমন্ত্রীর ঘরে ঢোকেন। এই ছাত্রীরা সকলেই ‘কন্যাশ্রী’। এরপর মুখ্যমন্ত্রী নিজেই তাদের কাছে ডেকে নেন। ছবি তোলেন সকলের সঙ্গে। এরপর ছাত্রীরা পায়ে হাত দিয়ে প্রণামও করেন মুখ্যমন্ত্রীকে। এরইমধ্যে একজন ছাত্রী আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে ‘হ্যান্ডশেক’ও করতে চায়।  মুখ্যমন্ত্রীর হাত ছুঁয়ে সেই ছাত্রী একেবারে গদগদ। দু’হাত চেপে ধরে কপালে ঠেকায় নিজের। বাকিদের মুখে তখন খিল খিল হাসি।

Next Article